আকাশ স্পোর্টস ডেস্ক:
স্টিফেন ফিনের বদলি হিসেবে ইংল্যান্ড অ্যাশেজ দলে ডাক পেলেন টম কারান। হাঁটুর ইনজুরির কারণে ফিন অ্যাশেজ সিরিজ থেকে নাম প্রত্যাহার করায় তার জায়গায় ইংলিশ দলে সারে পেসার কারানকে যুক্ত করা হয়েছে।
ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় নিয়মিত অধিনায়ক বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় দলে ডাক পেয়েছিলেন ফিন। কিন্তু এবার ইনজুরির কারণে ফিনকেও সিরিজ থেকে ছিটকে পড়তে হলো। ফিন দেশে ফিরে বিশেষজ্ঞ ডাক্তারের পরার্শ নেবেন। তাকে হয়তোবা হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে।
২২ বছর বয়সী কারান আজই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























