ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আপত্তিকর ভিডিও সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপত্তিকর ভিডিওটি সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।

এসময় শেয়ার করা ওই ভিডিও’র তীব্র প্রতিবাদ জানানো হয় ঢাকার পক্ষ থেকে। পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান। দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, ‘ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা, সেটা সবাইকে মেনে নিতে হবে।’

কামরুল আহসান বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে, সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।’

পাকিস্তানের পক্ষ থেকে বারবার এমন কাজ করা হলেও বাংলাদেশ কেন তা মেনে নিচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা মেনে নেইনি। এ ধরনের কাজ তারা আগেও করেছে। সেটি আজকেও আমরা তাদের স্মারণ করিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এমন ঘটনার পর তারা প্রতিবারই দুঃখপ্রকাশ করে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে, সে কি আপনার কথা শুনবে? তবে আমাদের দরকার কূটনৈতিক প্রতিবাদ, সেটিই আমরা করেছি। এবং তারা যদি সীমার বাইরে চলে যায়, তাহলে তার জন্যও অনেক পথ রয়েছে।’
পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে কী বলা হয়েছে, জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘যে লিংকটি তারা শেয়ার করেছে, সেটি তারা ডিলিট করে দিয়েছে এবং এই লিংকটি শেয়ার করার জন্য তারা দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, এটা ইচ্ছাকৃত কোনও ঘটনা ছিল না।’

এই ভিডিও লিংক শেয়ারের জন্য পাকিস্তান ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করবে কিনা, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তাদের বলেছি তারা যেন ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করে। দেখা যাক, কী হয়।’

উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাস্ট অ্যালার্জি থেকে সুরক্ষা পেতে কিছু উপায়

আপত্তিকর ভিডিও সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন

আপডেট সময় ১১:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপত্তিকর ভিডিওটি সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।

এসময় শেয়ার করা ওই ভিডিও’র তীব্র প্রতিবাদ জানানো হয় ঢাকার পক্ষ থেকে। পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান। দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, ‘ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা, সেটা সবাইকে মেনে নিতে হবে।’

কামরুল আহসান বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে, সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।’

পাকিস্তানের পক্ষ থেকে বারবার এমন কাজ করা হলেও বাংলাদেশ কেন তা মেনে নিচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা মেনে নেইনি। এ ধরনের কাজ তারা আগেও করেছে। সেটি আজকেও আমরা তাদের স্মারণ করিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এমন ঘটনার পর তারা প্রতিবারই দুঃখপ্রকাশ করে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে, সে কি আপনার কথা শুনবে? তবে আমাদের দরকার কূটনৈতিক প্রতিবাদ, সেটিই আমরা করেছি। এবং তারা যদি সীমার বাইরে চলে যায়, তাহলে তার জন্যও অনেক পথ রয়েছে।’
পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে কী বলা হয়েছে, জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘যে লিংকটি তারা শেয়ার করেছে, সেটি তারা ডিলিট করে দিয়েছে এবং এই লিংকটি শেয়ার করার জন্য তারা দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, এটা ইচ্ছাকৃত কোনও ঘটনা ছিল না।’

এই ভিডিও লিংক শেয়ারের জন্য পাকিস্তান ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করবে কিনা, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তাদের বলেছি তারা যেন ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করে। দেখা যাক, কী হয়।’

উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।