আকাশ স্পোর্টস ডেস্ক:
ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল। নিউজিল্যান্ডের।কিন্তু ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান সাউদি ও ডি গ্র্যান্ডহোম চরম উত্তেজনার শেষ ওভারে সংগ্রহ করতে পেরেছেন কেবল ৮ রান। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩১ রানে গুটিয়ে যায় কিউেইদের ইনিংস। ফলে শেষ ওয়ানডেতে ৬ রানের জয়ে সিরিজ জিতল বিরাট কোহলির ভারত।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় ছিল ভারত। আজ কানপুরে সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
কানপুরের গ্রিন পার্কে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেট ৩৩৭ রান করে ভারত।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিউজিল্যান্ডের টপ অর্ডার ও মিডলঅর্ডারা নিজেদর কাজটুকু ভালোই করেন। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটি খেলেন ওপেনার কলিন মানরো। ৬৪ রান করেন ওয়ানডাউনে নামা কেন উইলিয়ামসন। এরপর ৩৯ রানের ইনিংস খেলেন রস টেইলর।
একসময় ষষ্ঠ অবস্থানে ব্যাট করতে নামা টম লাথামের ব্যাটে জয়ের স্বপ্নই দেখেছিল কিউইরা। কিন্তু ব্যক্তিগত ৬৫ রানের মাথায় তাকে রানআউট করে কিউইদের গতি থামিয়ে দেয় বিরাট কোহলির দল। শেষ মুহুর্তে দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেননি কলিন ডি গ্র্যান্ডহোম ও টিম সাউদিরা।
আকাশ নিউজ ডেস্ক 

























