অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ডেমরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, বিআরটিএ’র জাল লাইসেন্স ও গাড়ির নম্বর প্লেট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, মো. জাকির হোসেন বাবুল ও মাসুদ হাওলাদার। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল সার্টিফিকেট, বিআরটিএ’র জাল লাইসেন্স ও গাড়ির নম্বর প্লেট জব্দ করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক এ এইচ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে রাজধানীর ডেমরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ওই চক্রের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা চক্রের অপর সদস্যদের নাম-পরিচয় জানিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























