অাকাশ জাতীয় ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানকর্মীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। আটক বিমানকর্মীর নাম ওমর ফারুক। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার ভোর সোয়া ৫টার দিকে মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ সোনার চোরাচালানসহ বিমানকর্মী ওমর ফারুককে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমর ফারুককে বিপুল পরিমাণ স্বর্ণসহ শনিবার ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনো হিসাব করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 

























