আকাশ জাতীয় ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এখন তো কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। ক্ষমতায় আসলে একটি কার্ডের মধ্যে আমরা সব সুযোগ সুবিধা নিয়ে আসব।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। পুরনো দলের সঙ্গে জোট করার ফলে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসেনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। ১১ দলও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব।
তিনি বলেন, ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না। বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে। তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি।
এ এনসিপি নেতা আরও বলেন, সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব।
আকাশ নিউজ ডেস্ক 



















