ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

বরগুনায় ডিসির কক্ষে ঢুকে হামলা, সিএ আহত

আকাশ জাতীয় ডেস্ক :

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় প্রশ্ন করায় স্লাইরেঞ্জ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসির সিএ মো. জহিরুল ইসলাম আহত হয়েছেন।

পরে হামলাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ওই যুবকের নাম মো. ইব্রাহীম খলিল (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মো. ইউনুস দফাদারের ছেলে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। হঠাৎ করে এই ফাঁকা কক্ষে ১৫ ইঞ্চি সাইজের একটি স্লাইরেঞ্জ নিয়ে প্রবেশ করেন ইব্রাহীম। এতে বাধা দেন ডিসির সিএ মো. জহিরুল। এতে ক্ষিপ্ত হয়ে স্লাইরেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন ইব্রাহিম। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা এসে ইব্রাহিমকে আটক করে পুলিশ সোপর্দ করেন। আর জহিরুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সরকার সিএ ও ঘটনায় আহত জহিরুল বলেন, আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকতেছে। তখন আমি তাকে বাধা দেই। ওনার প্যান্টের মধ্যে ১৪-১৫ ইঞ্চি সাইজের একটি কিছু আছে বুঝতে পেরে আমি জামা টান দিয়ে দেখি ওটা একটি স্লাইরেঞ্জ। এ সময় আমি ওটা জব্দ করতে গেলে তখন উনি রেঞ্জটি আমার হাত থেকে টেনে নিয়ে আমার ওপর হামলা করেন।

ঘটনার সময় ডিসি অফিসে ছিলেন না জানিয়ে তিনি বলেন, ডিসি স্যার তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে। তার কাছে একটি রেঞ্জ ছিল। কী উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কী- বিষয়টি এখন তদন্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান

বরগুনায় ডিসির কক্ষে ঢুকে হামলা, সিএ আহত

আপডেট সময় ০৭:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় প্রশ্ন করায় স্লাইরেঞ্জ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসির সিএ মো. জহিরুল ইসলাম আহত হয়েছেন।

পরে হামলাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ওই যুবকের নাম মো. ইব্রাহীম খলিল (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মো. ইউনুস দফাদারের ছেলে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। হঠাৎ করে এই ফাঁকা কক্ষে ১৫ ইঞ্চি সাইজের একটি স্লাইরেঞ্জ নিয়ে প্রবেশ করেন ইব্রাহীম। এতে বাধা দেন ডিসির সিএ মো. জহিরুল। এতে ক্ষিপ্ত হয়ে স্লাইরেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন ইব্রাহিম। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা এসে ইব্রাহিমকে আটক করে পুলিশ সোপর্দ করেন। আর জহিরুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সরকার সিএ ও ঘটনায় আহত জহিরুল বলেন, আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকতেছে। তখন আমি তাকে বাধা দেই। ওনার প্যান্টের মধ্যে ১৪-১৫ ইঞ্চি সাইজের একটি কিছু আছে বুঝতে পেরে আমি জামা টান দিয়ে দেখি ওটা একটি স্লাইরেঞ্জ। এ সময় আমি ওটা জব্দ করতে গেলে তখন উনি রেঞ্জটি আমার হাত থেকে টেনে নিয়ে আমার ওপর হামলা করেন।

ঘটনার সময় ডিসি অফিসে ছিলেন না জানিয়ে তিনি বলেন, ডিসি স্যার তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে। তার কাছে একটি রেঞ্জ ছিল। কী উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কী- বিষয়টি এখন তদন্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।