আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) দুই দিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত। এই বিষয়টি কিয়েভ-সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আগে যুক্তরাষ্ট্রের এমন একটি পরিকল্পনার বিপরীতে আনা হয়েছিল, যেটিকে রাশিয়ার পক্ষে বেশি ঝুঁকেছে বলে মনে করা হচ্ছিল।
জেলেনস্কি বলেন, আবুধাবিতে যে আলোচনা হতে যাচ্ছে, সেটিই হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। তিনি বলেন, ‘আমি মনে করি এটি ভালো উদ্যোগ।’
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিকে ‘ভালো’ বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, রাশিয়ার শুরু করা এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা এখনো একটি চলমান প্রক্রিয়া।
এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, দীর্ঘদিন ধরে চলা রাশিয়া–ইউক্রেন আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে এবং এখন আলোচনা মাত্র একটি বিষয়েই আটকে আছে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক অনুষ্ঠানে উইটকফ বলেন, ‘আমরা এখন একটিমাত্র ইস্যুতে এসে পৌঁছেছি। সেই বিষয়টি নিয়ে আমরা নানা দিক থেকে আলোচনা করেছি। এর মানে হলো, এটি সমাধানযোগ্য।’
তিনি আরও বলেন, ‘যদি উভয় পক্ষই সমাধান চায়, তাহলে আমরা অবশ্যই এর সমাধান করতে পারব।’
পরে যুক্তরাষ্ট্রের এই দূত এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















