আকাশ জাতীয় ডেস্ক :
ভোটারদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা নিজ নিজ ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করে ভোট দিতে যাবেন। এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা তা দেখতে পাচ্ছেন। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট একটি নির্দিষ্ট মার্কাকে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, কেড়ে নেয়া হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা।
তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। ১৯৭১ সালে হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। ২০২৪ সালে দল-মত নির্বিশেষে রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের সহায়তায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা হবে। খাল খনন, কৃষকদের জন্য বীমা ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 




















