ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

‘ভাবিনি এত বড় হবে’, বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা শেষ করে ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি এখন ঢাকায়। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই স্মারক।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখে এই ট্রফি ঢাকায় এসেছিল। এবার ট্রফি নিয়ে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় পা রেখেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে ট্রফি ও ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বরণ করে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ট্রফি বরণের পর নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জামাল বলেন, ‘সত্যি বলতে অভিজ্ঞতাটা দারুণ ছিল। এটা আমার জীবনে প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখা। আমি ভাবছিলাম ট্রফিটা হয়তো একটু ছোট হবে, কিন্তু কাছে এসে বুঝলাম এটা আসলে অনেক বড়। আর গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে ট্রফিটা দেখা আমার জন্য বিশেষ অনুভূতির।’

বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। সেখানে ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। তবে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য রয়েছে কড়া নির্দেশনা। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। এছাড়া প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ট্রফি ট্যুর। গত ৩ জানুয়ারি ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা চলবে ১৫০ দিন ধরে, ভ্রমণ করবে বিশ্বের ৩০টি দেশ। ভারতের দিল্লি ও গুয়াহাটি পর্ব শেষেই ঢাকায় এল এই ট্রফি।

উল্লেখ্য, ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই মহাযজ্ঞের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ভাবিনি এত বড় হবে’, বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল

আপডেট সময় ০৬:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা শেষ করে ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি এখন ঢাকায়। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই স্মারক।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখে এই ট্রফি ঢাকায় এসেছিল। এবার ট্রফি নিয়ে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় পা রেখেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে ট্রফি ও ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বরণ করে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ট্রফি বরণের পর নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জামাল বলেন, ‘সত্যি বলতে অভিজ্ঞতাটা দারুণ ছিল। এটা আমার জীবনে প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখা। আমি ভাবছিলাম ট্রফিটা হয়তো একটু ছোট হবে, কিন্তু কাছে এসে বুঝলাম এটা আসলে অনেক বড়। আর গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে ট্রফিটা দেখা আমার জন্য বিশেষ অনুভূতির।’

বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। সেখানে ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। তবে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য রয়েছে কড়া নির্দেশনা। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। এছাড়া প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ট্রফি ট্যুর। গত ৩ জানুয়ারি ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা চলবে ১৫০ দিন ধরে, ভ্রমণ করবে বিশ্বের ৩০টি দেশ। ভারতের দিল্লি ও গুয়াহাটি পর্ব শেষেই ঢাকায় এল এই ট্রফি।

উল্লেখ্য, ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই মহাযজ্ঞের।