ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

পরিচিত মুখ ফিরিয়ে শক্ত স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ডসের

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে নজর দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে ফিরেছেন রোলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন—যারা সাম্প্রতিক বাংলাদেশ সফরের দলে ছিলেন না।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতা কাজে লাগাতে এই চার ক্রিকেটারকে ফিরিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। যথারীতি দলটির নেতৃত্বে থাকছেন স্কট এডওয়ার্ডস।

স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন টিম ফন ডার গুগটেন। সম্প্রতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১০ ম্যাচে ৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

এ ছাড়া লোগান ফন বিকও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ৭ ম্যাচে ৫ উইকেট নেন এই পেসার।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রমজিত সিং, সেদ্রিক ডে ল্যাং, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমদ ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। কলম্বোতে ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিড, আর্য দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রোলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ভাবিনি এত বড় হবে’, বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল

পরিচিত মুখ ফিরিয়ে শক্ত স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ডসের

আপডেট সময় ০২:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে নজর দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে ফিরেছেন রোলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন—যারা সাম্প্রতিক বাংলাদেশ সফরের দলে ছিলেন না।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতা কাজে লাগাতে এই চার ক্রিকেটারকে ফিরিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। যথারীতি দলটির নেতৃত্বে থাকছেন স্কট এডওয়ার্ডস।

স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন টিম ফন ডার গুগটেন। সম্প্রতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১০ ম্যাচে ৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

এ ছাড়া লোগান ফন বিকও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ৭ ম্যাচে ৫ উইকেট নেন এই পেসার।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রমজিত সিং, সেদ্রিক ডে ল্যাং, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমদ ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। কলম্বোতে ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিড, আর্য দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রোলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।