ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন

টঙ্গীতে সাদপন্থিদের বিচারের দাবিতে অবরোধ, স্মারকলিপি

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে ২০১৮ সালের ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের বর্বর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন শূরায়ে নেজামের (মাওলানা জুবায়েরপন্থি) মুসল্লিরা।

শুক্রবার বাদ জুমা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা টঙ্গী পূর্ব থানাগেটে সমবেত হন। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন।

পরে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন জুবায়েরপন্থিরা। সমাবেশে বক্তব্য দেন টঙ্গী দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মাসউদুল করিম।

মাওলানা মুফতি মাসউদুল করিম বলেন, সাদপন্থি ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর ও রেজা আরিফগংরা আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের হুমকি দিচ্ছেন। তা আমরা মেনে নিতে পারি না।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীতে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর বিষয়ে ক্রমিক নং-২ এ স্পষ্ট উল্লেখ আছে যে, বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত সংক্রান্ত কমিটিকে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন।

তিনি বলেন, দ্বিতীয়পর্বের আয়োজনকারীরা ওই দিন বিকালে উক্ত কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন। ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি উক্ত কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন; কিন্তু সাদপন্থিরা সরকারের সিদ্ধান্ত অমান্য করে আগামী ২০ ডিসেম্বর পাঁচ দিনের জোড় ইজতেমা করার উদ্দেশ্যে সারা দেশের সব জেলায় তাদের উগ্রপন্থি সাথীদের টঙ্গী ময়দানে আসার জন্য চিঠি পাঠায় যা সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল। সাদপন্থিরা চাচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে টঙ্গী ময়দানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলতে।

তিনি বলেন, গত ২-৩ দিন আগে আব্দুল্লাহ মনসুর নামে এক সাদপন্থি আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের হুমকি দিয়েছেন। এতে প্রমাণিত হয় সাদপন্থি নেতা ওয়াসিফুল ইসলামসহ অন্যরা আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ব্যক্তিকে টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদানসহ আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বিবদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। ইতোমধ্যে শূরায়ে নেজামের অনুসারীরা তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছেন।

আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

টঙ্গীতে সাদপন্থিদের বিচারের দাবিতে অবরোধ, স্মারকলিপি

আপডেট সময় ০৬:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে ২০১৮ সালের ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের বর্বর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন শূরায়ে নেজামের (মাওলানা জুবায়েরপন্থি) মুসল্লিরা।

শুক্রবার বাদ জুমা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা টঙ্গী পূর্ব থানাগেটে সমবেত হন। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন।

পরে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন জুবায়েরপন্থিরা। সমাবেশে বক্তব্য দেন টঙ্গী দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মাসউদুল করিম।

মাওলানা মুফতি মাসউদুল করিম বলেন, সাদপন্থি ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর ও রেজা আরিফগংরা আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের হুমকি দিচ্ছেন। তা আমরা মেনে নিতে পারি না।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীতে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর বিষয়ে ক্রমিক নং-২ এ স্পষ্ট উল্লেখ আছে যে, বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত সংক্রান্ত কমিটিকে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন।

তিনি বলেন, দ্বিতীয়পর্বের আয়োজনকারীরা ওই দিন বিকালে উক্ত কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন। ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি উক্ত কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন; কিন্তু সাদপন্থিরা সরকারের সিদ্ধান্ত অমান্য করে আগামী ২০ ডিসেম্বর পাঁচ দিনের জোড় ইজতেমা করার উদ্দেশ্যে সারা দেশের সব জেলায় তাদের উগ্রপন্থি সাথীদের টঙ্গী ময়দানে আসার জন্য চিঠি পাঠায় যা সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল। সাদপন্থিরা চাচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে টঙ্গী ময়দানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলতে।

তিনি বলেন, গত ২-৩ দিন আগে আব্দুল্লাহ মনসুর নামে এক সাদপন্থি আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের হুমকি দিয়েছেন। এতে প্রমাণিত হয় সাদপন্থি নেতা ওয়াসিফুল ইসলামসহ অন্যরা আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ব্যক্তিকে টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদানসহ আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বিবদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। ইতোমধ্যে শূরায়ে নেজামের অনুসারীরা তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছেন।

আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছেন না।