ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

ম্যারাডোনার টাকা মেরেছেন তাঁর মেয়েরা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১০ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার দুই হাতে দুই ঘড়ি পরার দৃশ্য মনে আছে? এক হাতে সময় দেখতেন আর্জেন্টিনার, অন্য হাতে দক্ষিণ আফ্রিকার। আর্জেন্টিনায় দুই মেয়ে জিয়ান্নিনা ও দালমার খোঁজখবর রাখতেই এই ব্যবস্থা। ম্যারাডোনার কাছে যাঁরা ছিলেন চোখের মণি, সেই তাঁরাই এখন ‘প্রতারক’!

আর্জেন্টাইন ও ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ বছর বয়সী দালমা ও ২৮ বছর বয়সী জিয়ান্নিনার বিপক্ষে ১৮ লাখ ৫০ হাজার ডলার প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন ম্যারাডোনা। প্রতারণা করে তাঁরা এই টাকা উরুগুয়ের একটি ব্যাংকে স্থানান্তর করেছেন। শুধু তা-ই নয়, দুই মেয়ের এই অর্থ চুরির নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানেকে অভিযুক্ত করেছেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি।

১৯৮৬ বিশ্বকাপ জয়ের দুই বছর আগে ভিল্লাফানেকে বিয়ে করেছিলেন ম্যারাডোনা। তাঁদের সংসারে জন্ম দালমা ও জিয়ান্নিনার। ২০০৪ সালে ভিল্লাফানের সঙ্গে ছাড়াছাড়ি হয় ম্যারাডোনার। আর্জেন্টিনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর সঙ্গে বিয়ের চার বছর ছাড়াছাড়ি হয় ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনার।

ভিল্লাফানের বিপক্ষে দুই বছর আগেও একবার ৯০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন ম্যারাডোনা। সেই মামলায় মায়ের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর দুই মেয়ে। ৫৬ বছর বয়সী ম্যারাডোনা অবশ্য টাকাপয়সা নিয়ে তাঁর কাছের মানুষদের কাছ থেকে কখনোই শান্তি পাননি। কয়েক বছর ধরে ম্যারাডোনার বান্ধবী আর্জেন্টিনার ২৭ বছর বয়সী নারী ফুটবলার রোসিও অলিভা। গত বছর অলিভার বিপক্ষেও ১ কোটি ৮০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ করেছিলেন ম্যারাডোনা।

সূত্র: এনডিটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

ম্যারাডোনার টাকা মেরেছেন তাঁর মেয়েরা!

আপডেট সময় ০৫:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১০ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার দুই হাতে দুই ঘড়ি পরার দৃশ্য মনে আছে? এক হাতে সময় দেখতেন আর্জেন্টিনার, অন্য হাতে দক্ষিণ আফ্রিকার। আর্জেন্টিনায় দুই মেয়ে জিয়ান্নিনা ও দালমার খোঁজখবর রাখতেই এই ব্যবস্থা। ম্যারাডোনার কাছে যাঁরা ছিলেন চোখের মণি, সেই তাঁরাই এখন ‘প্রতারক’!

আর্জেন্টাইন ও ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ বছর বয়সী দালমা ও ২৮ বছর বয়সী জিয়ান্নিনার বিপক্ষে ১৮ লাখ ৫০ হাজার ডলার প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন ম্যারাডোনা। প্রতারণা করে তাঁরা এই টাকা উরুগুয়ের একটি ব্যাংকে স্থানান্তর করেছেন। শুধু তা-ই নয়, দুই মেয়ের এই অর্থ চুরির নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানেকে অভিযুক্ত করেছেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি।

১৯৮৬ বিশ্বকাপ জয়ের দুই বছর আগে ভিল্লাফানেকে বিয়ে করেছিলেন ম্যারাডোনা। তাঁদের সংসারে জন্ম দালমা ও জিয়ান্নিনার। ২০০৪ সালে ভিল্লাফানের সঙ্গে ছাড়াছাড়ি হয় ম্যারাডোনার। আর্জেন্টিনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর সঙ্গে বিয়ের চার বছর ছাড়াছাড়ি হয় ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনার।

ভিল্লাফানের বিপক্ষে দুই বছর আগেও একবার ৯০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন ম্যারাডোনা। সেই মামলায় মায়ের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর দুই মেয়ে। ৫৬ বছর বয়সী ম্যারাডোনা অবশ্য টাকাপয়সা নিয়ে তাঁর কাছের মানুষদের কাছ থেকে কখনোই শান্তি পাননি। কয়েক বছর ধরে ম্যারাডোনার বান্ধবী আর্জেন্টিনার ২৭ বছর বয়সী নারী ফুটবলার রোসিও অলিভা। গত বছর অলিভার বিপক্ষেও ১ কোটি ৮০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ করেছিলেন ম্যারাডোনা।

সূত্র: এনডিটিভি