ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন

ত্বকে বলিরেখার ছাপ ,বরফ কুচিতে মিলবে সমাধান

আকাশ নিউজ ডেস্ক :

সোশ্যাল মিডিয়ার রিলস-এ খানিকটা ঢুঁ মারলে দেখবেন- চেনা নায়িকাদের বরফঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখার অসংখ্য ভিডিও। রূপচর্চার এই পদ্ধতিকে বলা হয় ‘থার্মাজেনসিস’। যদিও অনেকে একে ‘কোল্ড থেরাপি’ হিসেবে চেনেন।

এই পদ্ধতি সাময়িকভাবে প্রদাহ কমায়, ত্বককে উজ্জ্বল করে এবং ব্রণ প্রতিরোধে অব্যর্থ। হাল ফ্যাশনে ‘বরফকুচি’ ট্রেন্ডি রূপচর্চা হলেও- ধারণাটি কিন্তু মোটেও নতুন নয়। অনেক বছর আগে থেকেই ত্বকের যত্নে ‘শীতল পানি’ কিংবা ‘বরফকুচি’ ব্যবহার করা হতো। যুগে যুগে এই প্রথাটি রূপসচেতন নারীদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

ফেমিনা ডটইন-এ প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘আমিনু’ স্কিনকেয়ার ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা, প্রাচী ভান্ডারি বলেন, ‘ঠান্ডা তাপমাত্রা রক্তনালিগুলো সংকুচিত করে। আর আক্রান্ত স্থানে আরও উষ্ণ রক্ত পাঠাতে উৎসাহিত করে। বরফকুচির হিম তাপমাত্রা ত্বকের রক্তনালিকে সংকুচিত করে, যা বর্ধিত রন্ধগুলোকে কমিয়ে দেয়। ফলে মুখে বার্ধক্যের ছাপ পড়ে না। এতে মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ত্বক উজ্জ্বল হয়। মুখে লাল লাল আভা কিংবা জ্বালা জ্বালা ভাব কমে যায়। বরফকুচির সংস্পর্শে ত্বক টানটান হয়ে ওঠে।’

তবে এর উপকারিতা থাকলেও অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে ত্বকের ক্ষতিও হতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই সচেতন হন। বিশেষজ্ঞদের মতে, সকালে চোখের ফোলাভাব, এমনকি ত্বকের প্রাণবন্তভাবের জন্য সপ্তাহে একবার ত্বকে বরফ ব্যবহার ভালো ফলাফল দিতে পারে। তাই ত্বকে সরাসরি বরফ না ঘষে, পাতলা কাপড়ে মুড়ে বরফ গোলাকারভাবে ধীর গতিতে ত্বকে ব্যবহার করতে হবে। কয়েক মিনিটের বেশি ব্যবহার একেবারেই নয়। প্রাচী ভান্ডারি আরও বলেন, ‘ত্বকে অল্প সময়ের জন্য গতিশীলভাবে বরফ ব্যবহার করতে হবে। নয়তো অতিরিক্ত ঠান্ডায় অনেক সময় পোড়াভাব দেখা দিতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

ত্বকে বলিরেখার ছাপ ,বরফ কুচিতে মিলবে সমাধান

আপডেট সময় ১১:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

আকাশ নিউজ ডেস্ক :

সোশ্যাল মিডিয়ার রিলস-এ খানিকটা ঢুঁ মারলে দেখবেন- চেনা নায়িকাদের বরফঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখার অসংখ্য ভিডিও। রূপচর্চার এই পদ্ধতিকে বলা হয় ‘থার্মাজেনসিস’। যদিও অনেকে একে ‘কোল্ড থেরাপি’ হিসেবে চেনেন।

এই পদ্ধতি সাময়িকভাবে প্রদাহ কমায়, ত্বককে উজ্জ্বল করে এবং ব্রণ প্রতিরোধে অব্যর্থ। হাল ফ্যাশনে ‘বরফকুচি’ ট্রেন্ডি রূপচর্চা হলেও- ধারণাটি কিন্তু মোটেও নতুন নয়। অনেক বছর আগে থেকেই ত্বকের যত্নে ‘শীতল পানি’ কিংবা ‘বরফকুচি’ ব্যবহার করা হতো। যুগে যুগে এই প্রথাটি রূপসচেতন নারীদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

ফেমিনা ডটইন-এ প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘আমিনু’ স্কিনকেয়ার ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা, প্রাচী ভান্ডারি বলেন, ‘ঠান্ডা তাপমাত্রা রক্তনালিগুলো সংকুচিত করে। আর আক্রান্ত স্থানে আরও উষ্ণ রক্ত পাঠাতে উৎসাহিত করে। বরফকুচির হিম তাপমাত্রা ত্বকের রক্তনালিকে সংকুচিত করে, যা বর্ধিত রন্ধগুলোকে কমিয়ে দেয়। ফলে মুখে বার্ধক্যের ছাপ পড়ে না। এতে মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ত্বক উজ্জ্বল হয়। মুখে লাল লাল আভা কিংবা জ্বালা জ্বালা ভাব কমে যায়। বরফকুচির সংস্পর্শে ত্বক টানটান হয়ে ওঠে।’

তবে এর উপকারিতা থাকলেও অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে ত্বকের ক্ষতিও হতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই সচেতন হন। বিশেষজ্ঞদের মতে, সকালে চোখের ফোলাভাব, এমনকি ত্বকের প্রাণবন্তভাবের জন্য সপ্তাহে একবার ত্বকে বরফ ব্যবহার ভালো ফলাফল দিতে পারে। তাই ত্বকে সরাসরি বরফ না ঘষে, পাতলা কাপড়ে মুড়ে বরফ গোলাকারভাবে ধীর গতিতে ত্বকে ব্যবহার করতে হবে। কয়েক মিনিটের বেশি ব্যবহার একেবারেই নয়। প্রাচী ভান্ডারি আরও বলেন, ‘ত্বকে অল্প সময়ের জন্য গতিশীলভাবে বরফ ব্যবহার করতে হবে। নয়তো অতিরিক্ত ঠান্ডায় অনেক সময় পোড়াভাব দেখা দিতে পারে।’