আকাশ স্পোর্টস ডেস্ক :
তরুণ কামরান গোলামের কাছে টেস্ট দলে জায়গা খুইয়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই চার নম্বরে ব্যাট করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। দ্বিতীয় টেস্টে সে চার নম্বরে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন কামরান।
অনুজের এমন কীর্তিতে উচ্ছ্বসিত বাবর। দল থেকে বাদ পড়লেও কামরানের জন্য একরাশ ভালোবাসা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে কামরানের সেঞ্চুরি উদযাপনের ছবি দিয়ে বাবর লিখেছেন ‘ভালো খেলেছ, কামরান।’
কামরানের ১১৮ রানের দারুণ সেঞ্চুরি আর সাইম আইয়ুবের ৭৭ রানের ইনিংস দুটিতে চড়ে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৬ রান তোলে পাকিস্তান।
জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডে রান ৬ উইকেটে ২৩৯। এখনো পাকিস্তানের চেয়ে ১২৭ রানে পিছিয়ে তারা।
এই টেস্ট দিয়ে দলে ঢুকেই চমক দেখাচ্ছেন স্পিনার সাজিদ খান। ৮৬ রানে ৪ উইকেট শিকার করে ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সে হারের ধাক্কা সামাল দিতে বাবর-শাহিনসহ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ‘বিশ্রামে’ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আকাশ নিউজ ডেস্ক 























