ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

“বাদ দেওয়া হয়নি বাবরকে,বিশ্রাম দেওয়া হয়েছে”

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাবর আজ়মকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রাখা হয়নি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে তোলপাড় চলছে। তবে তাকে বাদ দেওয়া হয়নি বলে দাবি করেছেন দলটির সহকারী কোচ আজহার মাহমুদ। তার দাবি, বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও তার কোনো চোট ছিল না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন না বাবর। সেই সঙ্গে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নিজেদের ওই টেস্ট থেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়।

আজহার মাহমুদ বলেন, বাবরকে বাদ দেওয়া হয়নি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত কয়েক মাসে অনেক কিছু ঘটেছে। মানসিকভাবে শক্তিশালী থাকলেও কিছু কিছু বিষয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে। বাবর খেলতে চেয়েছিল। কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা ভাল। আগামী দিনে তরতাজা হয়ে ফিরতে পারবে ও। এরপর এপ্রিল মাস পর্যন্ত টানা খেলতে হবে আমাদের।

যদিও ২০২৩ সাল থেকে ফর্মে নেই বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক ২০২২ সালের পর টেস্টে শতরান করতে পারেননি। শেষ ন’টি টেস্টে তিনি ৩৬৬ রান করেছেন। গড় ২০.৩৩। ব্যাটে রান নেই বলেই বাবরকে বাদ দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল।

তবে এই যুক্তি মানতে রাজি নন মাহমুদ। তিনি বলেন, বাবর আমাদের এক নম্বর ব্যাটার। সেই বিষয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। ওর টেকনিক এবং ক্ষমতা সম্পর্কে আমরা জানি। কিন্তু পাকিস্তানের সামনে এখন অনেক ম্যাচ। সেই কারণে নির্বাচকেরা বাবরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আমাদের অস্ট্রেলিয়া এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ম্যাচ রয়েছে। তাই বিশ্রাম দেওয়া জরুরি।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুলতানেই হচ্ছে সেই ম্যাচ। আগের ম্যাচ যে পিচে হয়েছিল, মঙ্গলবার সেই পিচেই দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। যে ম্যাচে দলে নেই দুই পেসার শাহিন এবং নাসিম।

মাহমুদ বলেন, নতুন ম্যানেজমেন্টের এটা তৃতীয় ম্যাচ। এর আগে আমরা বিপক্ষের ২০ উইকেট নিতে সমস্যায় পড়েছি। সেই কারণে আমরা স্পিনার বেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। নাসিমের ছোট চোট রয়েছে। শাহিন প্রচুর ক্রিকেট খেলছে। সেই কারণে ওদের বিশ্রাম দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

“বাদ দেওয়া হয়নি বাবরকে,বিশ্রাম দেওয়া হয়েছে”

আপডেট সময় ০৬:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাবর আজ়মকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রাখা হয়নি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে তোলপাড় চলছে। তবে তাকে বাদ দেওয়া হয়নি বলে দাবি করেছেন দলটির সহকারী কোচ আজহার মাহমুদ। তার দাবি, বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও তার কোনো চোট ছিল না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন না বাবর। সেই সঙ্গে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নিজেদের ওই টেস্ট থেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়।

আজহার মাহমুদ বলেন, বাবরকে বাদ দেওয়া হয়নি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত কয়েক মাসে অনেক কিছু ঘটেছে। মানসিকভাবে শক্তিশালী থাকলেও কিছু কিছু বিষয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে। বাবর খেলতে চেয়েছিল। কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা ভাল। আগামী দিনে তরতাজা হয়ে ফিরতে পারবে ও। এরপর এপ্রিল মাস পর্যন্ত টানা খেলতে হবে আমাদের।

যদিও ২০২৩ সাল থেকে ফর্মে নেই বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক ২০২২ সালের পর টেস্টে শতরান করতে পারেননি। শেষ ন’টি টেস্টে তিনি ৩৬৬ রান করেছেন। গড় ২০.৩৩। ব্যাটে রান নেই বলেই বাবরকে বাদ দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল।

তবে এই যুক্তি মানতে রাজি নন মাহমুদ। তিনি বলেন, বাবর আমাদের এক নম্বর ব্যাটার। সেই বিষয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। ওর টেকনিক এবং ক্ষমতা সম্পর্কে আমরা জানি। কিন্তু পাকিস্তানের সামনে এখন অনেক ম্যাচ। সেই কারণে নির্বাচকেরা বাবরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আমাদের অস্ট্রেলিয়া এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ম্যাচ রয়েছে। তাই বিশ্রাম দেওয়া জরুরি।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুলতানেই হচ্ছে সেই ম্যাচ। আগের ম্যাচ যে পিচে হয়েছিল, মঙ্গলবার সেই পিচেই দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। যে ম্যাচে দলে নেই দুই পেসার শাহিন এবং নাসিম।

মাহমুদ বলেন, নতুন ম্যানেজমেন্টের এটা তৃতীয় ম্যাচ। এর আগে আমরা বিপক্ষের ২০ উইকেট নিতে সমস্যায় পড়েছি। সেই কারণে আমরা স্পিনার বেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। নাসিমের ছোট চোট রয়েছে। শাহিন প্রচুর ক্রিকেট খেলছে। সেই কারণে ওদের বিশ্রাম দেওয়া হয়েছে।