ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের নিজস্ব তহবিল থেকে ৫০টি নতুন গাড়ি থানাগুলোতে সরবরাহ করার পরিকল্পনা করেছে। পুলিশের সক্ষমতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গণ-অভ্যুত্থানের সময় মোট ১৮৬টি পুলিশ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে ৯৭টি গাড়ি এতটাই পুড়ে গিয়েছিল যে সেগুলো মেরামতের অযোগ্য হয়ে পড়েছে, ডিএমপি সূত্রে জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফাইন্যান্স ও প্রোকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী আজ রাজারবাগ পুলিশ লাইনে ১০টি নতুন টহল গাড়ি ১০টি থানায় হস্তান্তর করেছেন।
থানাগুলো হলো উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল এবং নিউ মার্কেট।
শওকত আলী বলেন, পুলিশের কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এবং টহলের সক্ষমতা বৃদ্ধি করতে গাড়ি সরবরাহ করা হয়েছে।
“ডিএমপির বহরে নতুন গাড়ি যুক্ত করার মাধ্যমে পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করবে,” তিনি বলেন।
গণ-অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত গাড়ির সংখ্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাম্প্রতিক আন্দোলনে ডিএমপির ২২টি থানার ১৮৬টি গাড়ির মধ্যে ৯৭টি পুড়ে যাওয়ার কারণে প্রায় নয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ডিএমপি কমিশনার তার নিজস্ব তহবিল থেকে বহরে ৫০টি গাড়ি যোগ করার উদ্যোগ নিয়েছেন, শওকত আলী আরও জানান, প্রাথমিকভাবে আজ ১০টি গাড়ি যুক্ত করা হয়েছে এবং ধাপে ধাপে আরও ৪০টি গাড়ি যুক্ত করা হবে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (পরিবহন) শামসুন্নাহার এবং উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) তালেবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























