ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ দেখে চোর ধরলো পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলি এলাকায় একটি আবসাসিক ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রিল কাটা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- মো. সোহেল (৪০), মো. ফরহাদ (৩০), মো. ইলিয়াস শেখ (৩০) ও মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার (৩৩)।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩ ভরি চোরাই স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ বলছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে সবজি-ফলসহ বিভিন্ন পণ্য বিক্রির আড়ালে বাসা টার্গেট করতো। আর ফাঁকা বাসা টার্গেট করে রাতে ওই বাসায় গ্রিল কেটে চুরি করত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, গত ২০ আগস্ট রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলির ৭০/এ বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে চোর চক্রটি ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কলাবাগান থানায় একটি মামলা দায়ের করে।

মামলাটি তদন্তের ধারাবাহিকতায় কলাবাগান থানা ও রাজধানীর আশপাশের পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে চারজনকে গ্রেফতার করে।

ডিসি বলেন, গ্রেফতারদের মধ্যে মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত স্বর্ণ ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ দেখে চোর ধরলো পুলিশ

আপডেট সময় ০৪:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলি এলাকায় একটি আবসাসিক ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রিল কাটা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- মো. সোহেল (৪০), মো. ফরহাদ (৩০), মো. ইলিয়াস শেখ (৩০) ও মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার (৩৩)।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩ ভরি চোরাই স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ বলছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে সবজি-ফলসহ বিভিন্ন পণ্য বিক্রির আড়ালে বাসা টার্গেট করতো। আর ফাঁকা বাসা টার্গেট করে রাতে ওই বাসায় গ্রিল কেটে চুরি করত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, গত ২০ আগস্ট রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলির ৭০/এ বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে চোর চক্রটি ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কলাবাগান থানায় একটি মামলা দায়ের করে।

মামলাটি তদন্তের ধারাবাহিকতায় কলাবাগান থানা ও রাজধানীর আশপাশের পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে চারজনকে গ্রেফতার করে।

ডিসি বলেন, গ্রেফতারদের মধ্যে মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত স্বর্ণ ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।