ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

দেম্বেলে কি সত্যিই নেইমারের চেয়ে ভালো?

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বড় আশা নিয়েই বরুশিয়া ডর্টমুন্ড থেকে ওসমান দেম্বেলেকে দলে নিয়েছিল বার্সেলোনা। কিন্তু ইনজুরির কারণে বেশির ভাগ সময়ই তিনি থাকতেন মাঠের বাইরে।

গত মৌসুমের মাঝপথে রোনাল্ড কোম্যানকে সরিয়ে বার্সা কোচের দায়িত্ব দেওয়া হয় জাভিকে। এরপর দেম্বেলেকে যেন জাদুর কাঠির মতো বদলে দেন তিনি।

ক্লাব ছাড়ার জোরালো গুঞ্জন থাকলেও জাভির কারণেই দেম্বেলে থেকে গেছেন বলে খবর ছড়িয়েছে। মৌসুমেও দারুন শুরু করেছেন ফরাসি তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোর প্লাজেনের বিপক্ষে ম্যাচের পর জাভি তো তাকে তুলনা করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে।

তিনি বলেছেন, ‘সে খুশি আর নিজেকে উপভোগ করছে। ওয়ান-অন-ওয়ানে তার সক্ষমতা নেইমারের সেরা সময়ের পর্যায়ের। তার কেবল নিজেকে আরও শট নেওয়া ও গোল করার জন্য মেলে ধরতে হবে। ’

আসলেই কি বার্সাতে থাকা নেইমারের সঙ্গে দেম্বেলের তুলনা হয়? সংখ্যার বিচার অবশ্য বলছে, গোল করার ক্ষমতায় খানিকটা পিছিয়ে থাকবেন, তবে ম্যাচে প্রভাব রাখার দিক থেকে দেম্বেলে আছেন কাছাকাছি পর্যায়ে।

২০১৭ সালে নেইমার চলে যাওয়ার পর দেম্বেলেকে আনে বার্সা। ক্লাবটিতে থাকতে ২০১৪-১৫ মৌসুমে সর্বোচ্চ ৩৯ গোল করেন তিনি, এটিই এখন অবধি সর্বোচ্চ। এরপর থেকে গত মৌসুমের ১৩ গোল বাদ দিলে প্রতিটিতেই অন্তত ১৫ গোল করেছেন নেইমার। অন্যদিকে দেম্বেলের সেরা মৌসুম ছিল ২০১৮-১৯ মৌসুমে, ১৪ গোল করেছিলেন তিনি। গত মৌসুমে ১১ গোল তার দ্বিতীয় সর্বোচ্চ।

দেম্বেলে অবশ্য মিনিটও খেলেছেন কম। নেইমার যেখানে মৌসুম প্রতি ২৭০৩ মিনিট খেলেছেন, দেম্বেলে ১৭৫৬ মিনিট। তবে এই মৌসুম থেকে নিজেকে অন্য রূপে খুঁজে পেয়েছেন দেম্বেলে। ৪টি অ্যাসিস্ট, এক গোলের সঙ্গে ৩১টি ড্রিবল সম্পূর্ণ করেছেন। পাঁচ বছর পর বার্সার জার্সিতে দেম্বেলের নিজেকে খুঁজে পাওয়ার মৌসুম হতে পারে এটিই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

দেম্বেলে কি সত্যিই নেইমারের চেয়ে ভালো?

আপডেট সময় ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বড় আশা নিয়েই বরুশিয়া ডর্টমুন্ড থেকে ওসমান দেম্বেলেকে দলে নিয়েছিল বার্সেলোনা। কিন্তু ইনজুরির কারণে বেশির ভাগ সময়ই তিনি থাকতেন মাঠের বাইরে।

গত মৌসুমের মাঝপথে রোনাল্ড কোম্যানকে সরিয়ে বার্সা কোচের দায়িত্ব দেওয়া হয় জাভিকে। এরপর দেম্বেলেকে যেন জাদুর কাঠির মতো বদলে দেন তিনি।

ক্লাব ছাড়ার জোরালো গুঞ্জন থাকলেও জাভির কারণেই দেম্বেলে থেকে গেছেন বলে খবর ছড়িয়েছে। মৌসুমেও দারুন শুরু করেছেন ফরাসি তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোর প্লাজেনের বিপক্ষে ম্যাচের পর জাভি তো তাকে তুলনা করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে।

তিনি বলেছেন, ‘সে খুশি আর নিজেকে উপভোগ করছে। ওয়ান-অন-ওয়ানে তার সক্ষমতা নেইমারের সেরা সময়ের পর্যায়ের। তার কেবল নিজেকে আরও শট নেওয়া ও গোল করার জন্য মেলে ধরতে হবে। ’

আসলেই কি বার্সাতে থাকা নেইমারের সঙ্গে দেম্বেলের তুলনা হয়? সংখ্যার বিচার অবশ্য বলছে, গোল করার ক্ষমতায় খানিকটা পিছিয়ে থাকবেন, তবে ম্যাচে প্রভাব রাখার দিক থেকে দেম্বেলে আছেন কাছাকাছি পর্যায়ে।

২০১৭ সালে নেইমার চলে যাওয়ার পর দেম্বেলেকে আনে বার্সা। ক্লাবটিতে থাকতে ২০১৪-১৫ মৌসুমে সর্বোচ্চ ৩৯ গোল করেন তিনি, এটিই এখন অবধি সর্বোচ্চ। এরপর থেকে গত মৌসুমের ১৩ গোল বাদ দিলে প্রতিটিতেই অন্তত ১৫ গোল করেছেন নেইমার। অন্যদিকে দেম্বেলের সেরা মৌসুম ছিল ২০১৮-১৯ মৌসুমে, ১৪ গোল করেছিলেন তিনি। গত মৌসুমে ১১ গোল তার দ্বিতীয় সর্বোচ্চ।

দেম্বেলে অবশ্য মিনিটও খেলেছেন কম। নেইমার যেখানে মৌসুম প্রতি ২৭০৩ মিনিট খেলেছেন, দেম্বেলে ১৭৫৬ মিনিট। তবে এই মৌসুম থেকে নিজেকে অন্য রূপে খুঁজে পেয়েছেন দেম্বেলে। ৪টি অ্যাসিস্ট, এক গোলের সঙ্গে ৩১টি ড্রিবল সম্পূর্ণ করেছেন। পাঁচ বছর পর বার্সার জার্সিতে দেম্বেলের নিজেকে খুঁজে পাওয়ার মৌসুম হতে পারে এটিই।