ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে হারানোর পর হাসপাতালে রিজওয়ান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের এবারের আসরের গ্রুপপর্বে হারের পর সুপার ফোরের ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। কিন্তু ভারতকে হারানোর পর সোজা হাসপাতালের যেতে হয়েছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে।

ম্যাচের প্রথম ইনিংসে টস জিতে ফিল্ডিংয়ের দায়িত্ব নিয়েছিলো পাকিস্তানি দলনেতা বাবর আজম। ওই ম্যাচে ফিল্ডিং করার এক পর্যায়ে চোপ পান দলের উইকেটকিপার ব্যাটার। চোট নিয়েই পুরো ম্যাচে ফিল্ডিং ও ব্যাটিং করেন রিজওয়ান।

হাই-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে দুর্দান্তভাবে খেলেছেন রিজওয়ান। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে আউট হয়েছেন ইনিংসের ১৭তম ওভারে। এর মাঝে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি। অবশ্য পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটিই তার। ৫১ বরে ছয়টি চার ও দুটি ছয়ে করেছেন ৭১ রান।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন রিজওয়ান। পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানাচ্ছে নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজসহ পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর। এমআরআই স্ক্যানের জন্য আবারও হাসপাতালে যেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিজওয়ানের সঙ্গে হাসপাতালের এই বেদনাদায়ক সম্পর্ক নতুন কিছু নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে প্রায় দুইদিন হাসপাতালে কাটাতে হয়েছে রিজওয়ানকে। তবু হাসপাতাল থেকে মাঠে ফিরে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ভারতকে হারানোর পর হাসপাতালে রিজওয়ান

আপডেট সময় ০৮:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের এবারের আসরের গ্রুপপর্বে হারের পর সুপার ফোরের ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। কিন্তু ভারতকে হারানোর পর সোজা হাসপাতালের যেতে হয়েছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে।

ম্যাচের প্রথম ইনিংসে টস জিতে ফিল্ডিংয়ের দায়িত্ব নিয়েছিলো পাকিস্তানি দলনেতা বাবর আজম। ওই ম্যাচে ফিল্ডিং করার এক পর্যায়ে চোপ পান দলের উইকেটকিপার ব্যাটার। চোট নিয়েই পুরো ম্যাচে ফিল্ডিং ও ব্যাটিং করেন রিজওয়ান।

হাই-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে দুর্দান্তভাবে খেলেছেন রিজওয়ান। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে আউট হয়েছেন ইনিংসের ১৭তম ওভারে। এর মাঝে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি। অবশ্য পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটিই তার। ৫১ বরে ছয়টি চার ও দুটি ছয়ে করেছেন ৭১ রান।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন রিজওয়ান। পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানাচ্ছে নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজসহ পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর। এমআরআই স্ক্যানের জন্য আবারও হাসপাতালে যেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিজওয়ানের সঙ্গে হাসপাতালের এই বেদনাদায়ক সম্পর্ক নতুন কিছু নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে প্রায় দুইদিন হাসপাতালে কাটাতে হয়েছে রিজওয়ানকে। তবু হাসপাতাল থেকে মাঠে ফিরে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।