আকাশ স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে পায়ের আঙুলে চোট পেয়েছেন নেইমার। তবে এই চোট মারাত্মক কিছু নয় বলে জানা গেছে। তাই এরপরও পূর্ণ সেশন অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।
তেরেসপোলিসে দলের সঙ্গে নেইমার অনুশীলনের সময় পায়ের আঙুলে ব্যথা পেয়ে পিএসজি তারকাকে কিছুক্ষণ বসেছিলেন। ওই সময় তাকে আঙুলে ব্যান্ডেজ লাগাতে দেখা যায়।
বলিভিয়া ও চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্রাম্পে যোগ দিয়েছেন নেইমার। এদিন তার সঙ্গে চেলসি তারকা উইলিয়ান ও ম্যানচেস্টার সিটিতে গ্যাব্রিয়েল জেসাসও যোগ দেন অনুশীলনে। যদিও ইতোমধ্যে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের।-ডেইলিমেইল।
আকাশ নিউজ ডেস্ক 























