অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের শক্তি প্রদর্শনে ব্যবহার করছে অত্যাধুনিক ও বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের । এবার তাই পিয়ংইয়ং-এর সঙ্গে মিসাইল নিয়ে কাজ করতে চায় মস্কো। উত্তর কোরিয়ার মিসাইল সংক্রান্ত সমস্যা মেটাতেই রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ান রাষ্ট্রদূত ওলেগ বারমিস্ত্রোভের সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র চো সন হুই-এর বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার মন্ত্রীর সঙ্গেও দেখা করেন চো। রাশিয়ার পক্ষ থেকে একথা স্পষ্টভাবে জানানো হয়েছে যে, শান্তি বজায় রাখতে তারা যৌথভাবে কাজ করতে ইচ্ছুক।
সূত্রের খবর, উত্তর কোরিয়ার নাম্পো ন্যাভাল শিপইয়ার্ডে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে একযোগে সহায়তা করছে চীন ও রাশিয়ার ইঞ্জিনিয়াররা। ডিজেল-বিদ্যুতের চেয়ে পরমাণু সাবমেরিন নির্মাণের কাজ তুলনামূলক ভাবে জটিল ও ব্যয় বহুল।
আকাশ নিউজ ডেস্ক 



















