আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত মাসের শেষের দিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল সিরিয়া। সেকারণে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তারই জবাবে এবার ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। খবর আল-জাজিরার।
বুধবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরীয় আরব প্রজাতন্ত্র পারস্পরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
গত মাসে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন এবং সিরিয়ার মধ্যে আর সম্পর্ক থাকবে না।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন প্রথম ২০১৮ সালে কিয়েভে তার কূটনৈতিক কর্মীদের আবাসস্থল পুনর্বিবেচনা করতে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করে দায়িত্ব পালন করা তাদের পক্ষে অসম্ভব করে তুলেছিল।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিরিয়ার দূতাবাস সেই সময় ইউক্রেন সরকারের বৈরী মনোভাবের ফলে তার দায়িত্ব স্থগিত করেছিল।
ইরানের রাজধানীতে রাশিয়া, ইরান ও তুরস্কের নেতাদের মধ্যে শীর্ষ বৈঠকের পরদিন বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা দেন।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে মারিক অভিযান চালানোর পর এটা ছিল ভ্লাদিমির পুতিনের দ্বিতীয় বিদেশ সফর। সফরে পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সিরিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















