আকাশ আইসিটি ডেস্ক :
বিগত ১৫ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি সেক্টরের উন্নয়নের সঙ্গে জড়িত আব্দুল কাদের। তিনি উইডম ভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেডের (ইউনিসার্ট) রিজিওনাল ডিরেক্টর হিসাবে দায়িত্বরত।
আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস ২০২২-২০২৩ মেযাদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে জেনারেল সদস্য ক্যাটাগরিতে (২২নং ব্যালট) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। বেসিস নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে আব্দুল কাদের বলেন, আমি বেসিসের পক্ষে পাঁচটি বিষয় নিয়ে কাজ করতে চাই-
১. লোকাল মার্কেটে সফট্ওয়্যার সেবা উন্নয়নে সদস্যদের ব্যবসা বিস্তারে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
২. আইটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতিকরণের মাধ্যমে কোয়ালিটি সেবা নিশ্চিতকরণ এবং বিশ্ববাজারে সফলতা অর্জন করা।
৩. আইটি শিল্পের সংশ্লিষ্ট অন্যান্য অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশীয় সফ্টওয়্যারের উন্নয়নের লক্ষ্যে সরকারি নীতিমালা প্রণয়ন ও ব্যবসার বিকাশে সক্রিয় অংশগ্রহণ।
৪. সব সদস্যের ব্যবসায়িক অগ্রগতির জন্য আন্তর্জাতিক মান তথা ISO, CMMI এবং অন্যান্য কোয়ালিটি সার্টিফিকেশন সংক্রান্ত সব ধরনের সেবা প্রদানে অগ্রগামী ভূমিকা পালন করা।
৫. বেসিস সেক্রেটারিয়েটের মাধ্যমে সব সদস্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করা এবং সহজশর্তে ব্যবসায়ের প্রয়োজনে সদস্যদের ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা করা।
এই লক্ষ্যগুলো অর্জন ও বাস্তবায়নে আসন্ন বেসিস নির্বাচনে আমি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সমর্থন ও দোয়া কামনা করছি। সরকারের ভিজিটাল বাংলাদেশ ভিশনের বিভিন্ন উদ্যোগের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে পাঁচটি বিষয় নিয়ে কাজ করতেই এবারের বেসিস নির্বাচনে তার অংশগ্রহণ।
আকাশ নিউজ ডেস্ক 

























