ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

‘ইউপিতে ১৯৬০ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত’ ,এসব জয় গণতন্ত্রের জন্য উদ্বেগের: ইসি মাহবুব

আকাশ জাতীয় ডেস্ক:

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও অন্যান্য পদে প্রায় ২ হাজার প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৩৬০ জন চেয়ারম্যান এবং ১ হাজার ৬০০ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসব বিজয় গণতন্ত্রের জন্য উদ্বেগের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

একটি গণতান্ত্রিক দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে উৎসাহিত করা সমীচীন নয় উল্লেখ করে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা দরকার আছে কি না, ভেবে দেখতে হবে।’ নতুন নির্বাচন কমিশনকে বিনা ভোটে প্রার্থীদের বিজয়ী হওয়ার বিষয়টি নিয়ে ভাবতে হবে বলে করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আছে আর ৫৫ দিন। এর মধ্যে যেসব নির্বাচন হবে, তা সুষ্ঠু করার জন্য চেষ্টা থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। বলেন, শেষ ভালো যার সব ভালো তার।

ইতিমধ্যে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। মাহবুব তালুকদার বলেন, ‘এটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এরই মধ্যে তফসিল ঘোষণা হয়েছে। এ নির্বাচন সুষ্ঠু করার সর্বাত্মক চেষ্টা থাকবে।’

বর্তমান নির্বাচন কমিশনের সফলতা বিষয়ে মাহবুব তালুকদার বলেন, এ ব্যাপারে কশিনের একেকজন সদস্যের অনুভূতি একেক রকম। তাই তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে চান না। কমিশনের অনুভূতিই তার অনুভূতি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মো. তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওজন কমানোর ইনজেকশনে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে: ইউসিএল

‘ইউপিতে ১৯৬০ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত’ ,এসব জয় গণতন্ত্রের জন্য উদ্বেগের: ইসি মাহবুব

আপডেট সময় ০৮:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও অন্যান্য পদে প্রায় ২ হাজার প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৩৬০ জন চেয়ারম্যান এবং ১ হাজার ৬০০ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসব বিজয় গণতন্ত্রের জন্য উদ্বেগের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

একটি গণতান্ত্রিক দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে উৎসাহিত করা সমীচীন নয় উল্লেখ করে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা দরকার আছে কি না, ভেবে দেখতে হবে।’ নতুন নির্বাচন কমিশনকে বিনা ভোটে প্রার্থীদের বিজয়ী হওয়ার বিষয়টি নিয়ে ভাবতে হবে বলে করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আছে আর ৫৫ দিন। এর মধ্যে যেসব নির্বাচন হবে, তা সুষ্ঠু করার জন্য চেষ্টা থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। বলেন, শেষ ভালো যার সব ভালো তার।

ইতিমধ্যে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। মাহবুব তালুকদার বলেন, ‘এটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এরই মধ্যে তফসিল ঘোষণা হয়েছে। এ নির্বাচন সুষ্ঠু করার সর্বাত্মক চেষ্টা থাকবে।’

বর্তমান নির্বাচন কমিশনের সফলতা বিষয়ে মাহবুব তালুকদার বলেন, এ ব্যাপারে কশিনের একেকজন সদস্যের অনুভূতি একেক রকম। তাই তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে চান না। কমিশনের অনুভূতিই তার অনুভূতি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মো. তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তারা।