ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

অস্কার যাচ্ছে জয়ার ‘খাঁচা’!

অাকাশ বিনোদন ডেস্ক:

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯০তম আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একাধিক সূত্রে সেরকমই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশের অস্কার প্রিভিউ কমিটির সদস্য আবদুল লতিফ বাচ্চু বুধবার (২৭ সেপ্টেম্বর) বলেছেন, “মাত্র দুই-তিনটি ছবি দেখলাম। এর মধ্য থেকে মনে হয়েছে ‘খাঁচা’ এগিয়ে। এছাড়া এটি অস্কারের বৈশিষ্ট্যগুলো পূরণ করেছে।”

ছবিটির পরিচালক আকরাম খানের ভাষ্য, ‘বিষয়টি আমিও শুনেছি। অস্কারের জন্য পাঠানো হলে তো অবশ্যই আমার জন্য ভালো লাগার ব্যাপার। তবে কাল (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত ঘোষণা আসবে।’

এদিকে ‘খাঁচা’ অস্কারে যাচ্ছে এমন আলোচনা জোরেশোরে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি মুক্তি দেওয়া হয় গত ২২ সেপ্টেম্বর। এর মাত্র তিন দিন আগে তা জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। তখন থেকে ফেসবুকে অনেকে ভবিষ্যদ্বাণী করেন— অস্কারে পাঠানোর জন্যই মুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।
অস্কারের পাঠানোর জন্য একটি ছবিকে বেছে নিতে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে থাকছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের

অস্কার যাচ্ছে জয়ার ‘খাঁচা’!

আপডেট সময় ১২:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯০তম আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একাধিক সূত্রে সেরকমই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশের অস্কার প্রিভিউ কমিটির সদস্য আবদুল লতিফ বাচ্চু বুধবার (২৭ সেপ্টেম্বর) বলেছেন, “মাত্র দুই-তিনটি ছবি দেখলাম। এর মধ্য থেকে মনে হয়েছে ‘খাঁচা’ এগিয়ে। এছাড়া এটি অস্কারের বৈশিষ্ট্যগুলো পূরণ করেছে।”

ছবিটির পরিচালক আকরাম খানের ভাষ্য, ‘বিষয়টি আমিও শুনেছি। অস্কারের জন্য পাঠানো হলে তো অবশ্যই আমার জন্য ভালো লাগার ব্যাপার। তবে কাল (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত ঘোষণা আসবে।’

এদিকে ‘খাঁচা’ অস্কারে যাচ্ছে এমন আলোচনা জোরেশোরে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি মুক্তি দেওয়া হয় গত ২২ সেপ্টেম্বর। এর মাত্র তিন দিন আগে তা জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। তখন থেকে ফেসবুকে অনেকে ভবিষ্যদ্বাণী করেন— অস্কারে পাঠানোর জন্যই মুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।
অস্কারের পাঠানোর জন্য একটি ছবিকে বেছে নিতে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে থাকছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।