অাকাশ জাতীয় ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে প্রশিক্ষিত জনবল দরকার। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসটি মিলনায়তনে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে এই শিল্পের বিকাশে এগিয়ে আসতে হবে। এছাড়া পর্যটন টেকসই উন্নয়নের হাতিয়ার।
তিনি আরো বলেন, এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
দিবসটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কলাভবন হয়ে টিএসসি গিয়ে শেষ হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















