অাকাশ জাতীয় ডেস্ক:
নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গ্যাস্ট্রিকসহ নানা সমস্যা দেখা দিলে তাকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
এরশাদকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
গত ২৪ সেপ্টেম্বর চার দিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং সিটি করপোরেশনের নির্বাচনে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফার পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। আজ বুধবার নগরীর দুটি স্থানে তার নির্বাচনী সভা করার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















