ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

লিপস্টিকের শেড ব্যবহারের জরুরি টিপস

আকাশ নিউজ ডেস্ক:

মেকআপের শেষে ঠোঁটে সঠিক লিপস্টিক বেছে নেওয়া কোনো সহজ কাজ নয় মোটেই। কারণ এ লিপস্টিকের শেডের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু কারণ।

তাই উপযুক্ত করে তোলার জন্য সঠিক শেড বেছে নেওয়া প্রয়োজন।

প্রথমেই আপনাকে জানা দরকার ত্বকের টোন কেমন? ত্বকের জন্য সঠিক লিপস্টিক বেছে নেওয়ার জন্য প্রথমেই ত্বকের ধরন ও টোন জেনে নেওয়া প্রয়োজন। বাজারের প্রচুর শেডের লিপস্টিক রয়েছে। তার মধ্যে আপনার পছন্দের শেড বেছে নেওয়া কোনো অবাক করা ঘটনা নয়। কিন্তু সেসব পছন্দের শেডের মধ্যে সবচেয়ে উপযুক্ত শেড কোনোটি, তা বাছাই করা বেশ কঠিন কাজ। ত্বকের টোন অনুযায়ী সঠিক লিপস্টিকে রং নির্বাচন করতে আমরা কয়েকটি জরুরি টিপস দিচ্ছি।

পাঁচ ধরনের ত্বকের টোন। ফর্সা, উজ্জ্বল ফর্সা, মিডিয়াম, ট্যানড ও কালো। ত্বকের ধরন অনুযায়ী লিপ শেড ব্যবহার করা উচিত, আর তার জন্য আপনাদের জন্য দেওয়া হলো বিশেষ কিছু টিপস।

ফর্সা ও উজ্জ্বল ত্বকের জন্য স্কিন টোন যদি ফর্সা ও উজ্জ্বল হয় তাহলে মেকআপের শেষে লিপকালার পিচ, হালকা গোলাপি, ন্যুড, কোরাল ও ডাস্টি রেড শেড ব্যবহার করুন।

মিডিয়াম টোনের জন্য মিডিয়াম স্কিন টোনারের জন্য সঠিক লিপস্টিক কালারের জন্য আপনি এলিগেন্ট লুক আনতে মোভ, রোজ, চেরি রেড ও বেরি ব্যবহার করুন।

ট্যানড স্কিন টোনের জন্য ট্যান ত্বক বর্তমান সময়ে বেশ ট্রেন্ডিং। এই টোনের জন্য ডিপ পিংক, রক কোরাল, ব্রাইট রেড বেশ মানানসই। এছাড়া পার্পল ও ব্রাউন লিপস্টিক শেড ব্যবহার করা যেতে পারে।

ডিপ টোনের জন্য পার্পলের যেকোনো শেড, ওয়াইন, ক্যারামেল, পাম ও ব্লু-বেসড রেড ও ব্রাউন রঙের লিপস্টিক এই ত্বকের ধরনের জন্য দারুণ মানানসই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনা অফিস সহকারী আটক

লিপস্টিকের শেড ব্যবহারের জরুরি টিপস

আপডেট সময় ১১:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

আকাশ নিউজ ডেস্ক:

মেকআপের শেষে ঠোঁটে সঠিক লিপস্টিক বেছে নেওয়া কোনো সহজ কাজ নয় মোটেই। কারণ এ লিপস্টিকের শেডের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু কারণ।

তাই উপযুক্ত করে তোলার জন্য সঠিক শেড বেছে নেওয়া প্রয়োজন।

প্রথমেই আপনাকে জানা দরকার ত্বকের টোন কেমন? ত্বকের জন্য সঠিক লিপস্টিক বেছে নেওয়ার জন্য প্রথমেই ত্বকের ধরন ও টোন জেনে নেওয়া প্রয়োজন। বাজারের প্রচুর শেডের লিপস্টিক রয়েছে। তার মধ্যে আপনার পছন্দের শেড বেছে নেওয়া কোনো অবাক করা ঘটনা নয়। কিন্তু সেসব পছন্দের শেডের মধ্যে সবচেয়ে উপযুক্ত শেড কোনোটি, তা বাছাই করা বেশ কঠিন কাজ। ত্বকের টোন অনুযায়ী সঠিক লিপস্টিকে রং নির্বাচন করতে আমরা কয়েকটি জরুরি টিপস দিচ্ছি।

পাঁচ ধরনের ত্বকের টোন। ফর্সা, উজ্জ্বল ফর্সা, মিডিয়াম, ট্যানড ও কালো। ত্বকের ধরন অনুযায়ী লিপ শেড ব্যবহার করা উচিত, আর তার জন্য আপনাদের জন্য দেওয়া হলো বিশেষ কিছু টিপস।

ফর্সা ও উজ্জ্বল ত্বকের জন্য স্কিন টোন যদি ফর্সা ও উজ্জ্বল হয় তাহলে মেকআপের শেষে লিপকালার পিচ, হালকা গোলাপি, ন্যুড, কোরাল ও ডাস্টি রেড শেড ব্যবহার করুন।

মিডিয়াম টোনের জন্য মিডিয়াম স্কিন টোনারের জন্য সঠিক লিপস্টিক কালারের জন্য আপনি এলিগেন্ট লুক আনতে মোভ, রোজ, চেরি রেড ও বেরি ব্যবহার করুন।

ট্যানড স্কিন টোনের জন্য ট্যান ত্বক বর্তমান সময়ে বেশ ট্রেন্ডিং। এই টোনের জন্য ডিপ পিংক, রক কোরাল, ব্রাইট রেড বেশ মানানসই। এছাড়া পার্পল ও ব্রাউন লিপস্টিক শেড ব্যবহার করা যেতে পারে।

ডিপ টোনের জন্য পার্পলের যেকোনো শেড, ওয়াইন, ক্যারামেল, পাম ও ব্লু-বেসড রেড ও ব্রাউন রঙের লিপস্টিক এই ত্বকের ধরনের জন্য দারুণ মানানসই।