অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রোববার এক সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সাত জঙ্গি নিহত হয়েছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
এক টুইটার বার্তায় মন্ত্রণালয় আরো জানায়, ‘নানগড়হার প্রদেশের আচিন জেলায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলায় সাত আইএস যোদ্ধা নিহত ও অপর দু’জনকে আটক করা হয়েছে।’
আফগান রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এ প্রদেশের আচিন জেলা আইএস জঙ্গিদের একটি শক্তিশালী ঘাঁটি। তালেবান ও আইএস জঙ্গিরা দেশব্যাপী তাদের হামলা তীব্র করায় আফগান বাহিনীও জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























