অাকাশ জাতীয় ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ সহায়তা জোরদারে আমরা চেষ্টা করছি। আর সেসব সুষ্ঠুভাবে বণ্টন করতে কমিটি কাজ করছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের নজরদারিতে রাখা হচ্ছে। এছাড়া রোহিঙ্গারা যাতে তাদের নির্ধারিত স্থান ছেড়ে সাধারণ বাংলাদেশিদের সাথে মিশে যেতে না পারে সেজন্য কড়া নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জন্য সরকারের সব ধরনের পদক্ষেপই সফল হয়েছে। আমরা প্রথমে তাদের প্রবেশের বিরোধীতা করলেও পরে মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ সহায়তা জোরদারে আমরা চেষ্টা করছি। আর সেসব সুষ্ঠুভাবে বণ্টন করতে কমিটি কাজ করছে।
অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য ঢাকা উত্তর আওয়ামী লীগের পক্ষে ৩৮ লক্ষ টাকার ত্রাণ প্রধানমন্ত্রীর হাতে তার জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) তুলে দেওয়ার ঘোষণা করা হয়। এছাড়া এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমতুল্লাহ।
আকাশ নিউজ ডেস্ক 



















