আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগান দখলের পর তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
রোববার সিবিএস নিউজকে নিকি হ্যালি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে।
বিমান ঘাঁটি ও সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ায় বাইডেনের প্রশাসনকে নিন্দা জানান নিকি। তিনি বলেন, জনগণকে ফেলে রেখে আগে সেনাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে বাইডেন প্রশাসন।
আফগানিস্তানে মার্কিন জনগণের জীবন এতে করে ঝুঁকির মুখে পড়তে পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























