ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যারাডোনা, মেসি এবং কুমিল্লার আবু তাহের

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে জার্মানি, ফ্রান্স, ইতালি বা স্পেনের মতো দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়েই আলোচনা বেশি হয় বাংলাদেশে।

ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকেদের অভাব নেই দেশে। বিশ্বকাপ বা কোপা আমেরিকা শুরুর আগে এসব সমর্থকরা যে করেই হোক দেশ দুটির পতাকা ও জার্সি কেনেন। কেউবা নিজের বাড়ির গেট বা দেয়াল দেশ দুটির পতাকার রঙে রাঙান।

তেমনই একজন আর্জেন্টিনা দলের সমর্থক পাওয়া গেল ঢাকার রাজপথে। এক কথায় আলবিসেলেস্তেদের পাড়ভক্ত বলা চলে। এই কঠোর লকডাউনে নিজের রিকশা নিয়ে বের হয়েছেন তিনি। তার গায়ে আর্জেন্টিনার জার্সি। নিজের রিকশাকেও রাঙিয়েছেন আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। কিছুই বাদ রাখেননি। সিট, হুড থেকে শুরু করে চাকাও রেহাই পায়নি।

আর্জেন্টিনার এমন সমর্থক রিকশাচালককে অফিসে আসার পথে পেয়েছেন লেখক ও সাংবাদিক ইমন চৌধুরী।

তিনি জানালেন, ওই রিকশাচালকের নাম আবু তাহের। তার বাড়ি কুমিল্লার হোমনায়। ঢাকায় সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত হলেও কখনই আর্জেন্টিনার খেলা মিস করেন না। আর্জেন্টিনার হয়ে ৮৬ সালের বিশ্বকাপজয়ী দিয়াগো ম্যারাডোনার ভক্ত ছিলেন কৈশোরে। এখন মেসি, ডি মারিয়াদের খেলা দেখেন।

আবু তাহের ও তার রিকশার ছবি আপলোড করে নিজের ফেসবুকে বুধবার স্ট্যাটাস দিয়েছেন ইমন চৌধুরী।

তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘রাজধানীতে রিকশা চালান তিনি। নাম আবু তাহের। বাড়ি কুমিল্লার হোমনায়। মঙ্গলবার বনশ্রীতে দেখা তার সঙ্গে। রিকশা থামিয়ে ছবি তুলতে চাইলে হাসিমুখে দাঁড়িয়ে গেলেন। ছবি তুলতে তুলতে বললাম- আমিও আর্জেন্টিনার সাপোর্টার। তাতে আবু তাহেরের হাসিটা আরও খানিকটা প্রশস্ত হলো যেন।

সেই কিশোর বয়সে ম্যারাডোনা নামে এক ফুটবল জাদুকর তার হৃদয় কেড়ে নিয়েছে। তারপর ওর্তেগা, বাতিস্তুতা, রিকুয়েলমে, ডি মারিয়া, মেসি-আপাদমস্তক ফুটবল পাগল মধ্যবয়সী আবু তাহের একের পর এক নাম বলে যান। রাত যত গভীরই হোক, আর্জেন্টিনার খেলা কখনো মিস করেন না।

আবু তাহেরের শরীরজুড়ে আকাশী-নীলের ছড়াছড়ি। তার প্রিয় বাহন রিকশার অবস্থাও তাই। আমি হাসতে হাসতে জানতে চাইলাম, ব্রাজিল সাপোর্টাররা আপনার রিকশায় ওঠে না?

আবু তাহের হেসে বলেন, ওঠে। কেউ কেউ মজা করে ব্রাজিল দলে যোগ দিতেও বলে! বলেই আবারো হাসলেন।

দুনিয়াতে সব ভালোলাগা, ভালোবাসা যুক্তি দিয়ে প্রবাহিত হয় না। কিছু কিছু সম্পর্ক, ভালোলাগা, ভালোবাসা আবেগ দিয়েও প্রবাহিত হয়। আবু তাহেরের এই ভালোলাগা-ভালোবাসা না হয় আবেগের কাছেই বন্দি থাক। ভামোস আর্জেন্টিনা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ম্যারাডোনা, মেসি এবং কুমিল্লার আবু তাহের

আপডেট সময় ১১:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে জার্মানি, ফ্রান্স, ইতালি বা স্পেনের মতো দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়েই আলোচনা বেশি হয় বাংলাদেশে।

ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকেদের অভাব নেই দেশে। বিশ্বকাপ বা কোপা আমেরিকা শুরুর আগে এসব সমর্থকরা যে করেই হোক দেশ দুটির পতাকা ও জার্সি কেনেন। কেউবা নিজের বাড়ির গেট বা দেয়াল দেশ দুটির পতাকার রঙে রাঙান।

তেমনই একজন আর্জেন্টিনা দলের সমর্থক পাওয়া গেল ঢাকার রাজপথে। এক কথায় আলবিসেলেস্তেদের পাড়ভক্ত বলা চলে। এই কঠোর লকডাউনে নিজের রিকশা নিয়ে বের হয়েছেন তিনি। তার গায়ে আর্জেন্টিনার জার্সি। নিজের রিকশাকেও রাঙিয়েছেন আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। কিছুই বাদ রাখেননি। সিট, হুড থেকে শুরু করে চাকাও রেহাই পায়নি।

আর্জেন্টিনার এমন সমর্থক রিকশাচালককে অফিসে আসার পথে পেয়েছেন লেখক ও সাংবাদিক ইমন চৌধুরী।

তিনি জানালেন, ওই রিকশাচালকের নাম আবু তাহের। তার বাড়ি কুমিল্লার হোমনায়। ঢাকায় সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত হলেও কখনই আর্জেন্টিনার খেলা মিস করেন না। আর্জেন্টিনার হয়ে ৮৬ সালের বিশ্বকাপজয়ী দিয়াগো ম্যারাডোনার ভক্ত ছিলেন কৈশোরে। এখন মেসি, ডি মারিয়াদের খেলা দেখেন।

আবু তাহের ও তার রিকশার ছবি আপলোড করে নিজের ফেসবুকে বুধবার স্ট্যাটাস দিয়েছেন ইমন চৌধুরী।

তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘রাজধানীতে রিকশা চালান তিনি। নাম আবু তাহের। বাড়ি কুমিল্লার হোমনায়। মঙ্গলবার বনশ্রীতে দেখা তার সঙ্গে। রিকশা থামিয়ে ছবি তুলতে চাইলে হাসিমুখে দাঁড়িয়ে গেলেন। ছবি তুলতে তুলতে বললাম- আমিও আর্জেন্টিনার সাপোর্টার। তাতে আবু তাহেরের হাসিটা আরও খানিকটা প্রশস্ত হলো যেন।

সেই কিশোর বয়সে ম্যারাডোনা নামে এক ফুটবল জাদুকর তার হৃদয় কেড়ে নিয়েছে। তারপর ওর্তেগা, বাতিস্তুতা, রিকুয়েলমে, ডি মারিয়া, মেসি-আপাদমস্তক ফুটবল পাগল মধ্যবয়সী আবু তাহের একের পর এক নাম বলে যান। রাত যত গভীরই হোক, আর্জেন্টিনার খেলা কখনো মিস করেন না।

আবু তাহেরের শরীরজুড়ে আকাশী-নীলের ছড়াছড়ি। তার প্রিয় বাহন রিকশার অবস্থাও তাই। আমি হাসতে হাসতে জানতে চাইলাম, ব্রাজিল সাপোর্টাররা আপনার রিকশায় ওঠে না?

আবু তাহের হেসে বলেন, ওঠে। কেউ কেউ মজা করে ব্রাজিল দলে যোগ দিতেও বলে! বলেই আবারো হাসলেন।

দুনিয়াতে সব ভালোলাগা, ভালোবাসা যুক্তি দিয়ে প্রবাহিত হয় না। কিছু কিছু সম্পর্ক, ভালোলাগা, ভালোবাসা আবেগ দিয়েও প্রবাহিত হয়। আবু তাহেরের এই ভালোলাগা-ভালোবাসা না হয় আবেগের কাছেই বন্দি থাক। ভামোস আর্জেন্টিনা।’