আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী বছর জানুয়ারিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হবে। কেপটাউনে ৫ বা ৬ জানুয়ারি প্রথম টেস্ট শুরুর ব্যাপারে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা একমত হয়েছে। আইসিসির ফিউচার ট্যুর প্লান (এফটিপি) এর আওতায় দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।
চলতি বছর শুরু থেকে দুদেশের বোর্ড আলোচনা শুরু করে। তবে এখনও তারা সুনির্দিষ্ট তারিখের ব্যাপারে একমত হতে পারেনি। সবশেষ আগস্টে বিসিসিআই জানায়, তারা চলতি বছরের শেষের আগে সেদেশ সফর করতে পারবে না। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষ হবে ২৪ ডিসেম্বর। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাতে চায় ভারত।
সাধারণত, নতুন বছরের টেস্ট দুই জানুয়ারি শুরু হয়। তবে দুদলের মধ্যে ম্যাচ ৪ জানুয়ারির আগে শুরু করা সম্ভব নয়।
আকাশ নিউজ ডেস্ক 
























