ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিয়ম মানলে বিএনপিকে স্বাগত জানাবে সরকার: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিয়ম মেনে আর্তমানবতার সেবায় এগিয়ে এলে বিএনপিকে স্বাগত জানাবে সরকার। রোববার বিকালে কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবে সরকার ও আওয়ামী লীগ। ত্রাণ ব্যবস্থাপনায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উচিত এই বাহিনীকে নিয়ে রাজনীতি না করা।

শরণার্থী ক্যাম্পগুলোতে পানির সমস্যাও মোটামুটি মিটিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করে ওবায়দুল কাদের বলেন, স্যানিটেশন, পানি ও বাসস্থান সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে। বাকি সমস্যার সমাধান করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, নিজ দেশের নিরাপত্তারক্ষীদের নির্যাতনে সহায়-সম্বল হারিয়ে প্রাণ বাঁচাতে তারা আশ্রয় চেয়েছে রোহিঙ্গারা। নিজেদের অনটন থাকলেও আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

সেতুমন্ত্রী বলেন, একটি চক্র রোহিঙ্গা ইস্যু নিয়েও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল রোহিঙ্গাদের মাঝে ত্রাণের নামে বিশৃংখলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সহায়-সম্বল হারানো রোহিঙ্গাদের যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়ে সহযোগিতা দেয়ারও ঘোষণা দিয়েছেন, সেহেতু তার সে কথার সফল পরিণতি হওয়া চাই।

তিনি বলেন, জেলার যে প্রান্তের নেতাকর্মী হউন আপনারা সবাই রোহিঙ্গা শিবিরকেন্দ্রিক হয়ে জনপ্রতিনিধি, প্রশাসনকে সহযোগিতা দিয়ে সরকারের চ্যালেঞ্জকে সফল করতে হবে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

নিয়ম মানলে বিএনপিকে স্বাগত জানাবে সরকার: সেতুমন্ত্রী

আপডেট সময় ১০:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিয়ম মেনে আর্তমানবতার সেবায় এগিয়ে এলে বিএনপিকে স্বাগত জানাবে সরকার। রোববার বিকালে কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবে সরকার ও আওয়ামী লীগ। ত্রাণ ব্যবস্থাপনায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উচিত এই বাহিনীকে নিয়ে রাজনীতি না করা।

শরণার্থী ক্যাম্পগুলোতে পানির সমস্যাও মোটামুটি মিটিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করে ওবায়দুল কাদের বলেন, স্যানিটেশন, পানি ও বাসস্থান সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে। বাকি সমস্যার সমাধান করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, নিজ দেশের নিরাপত্তারক্ষীদের নির্যাতনে সহায়-সম্বল হারিয়ে প্রাণ বাঁচাতে তারা আশ্রয় চেয়েছে রোহিঙ্গারা। নিজেদের অনটন থাকলেও আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

সেতুমন্ত্রী বলেন, একটি চক্র রোহিঙ্গা ইস্যু নিয়েও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল রোহিঙ্গাদের মাঝে ত্রাণের নামে বিশৃংখলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সহায়-সম্বল হারানো রোহিঙ্গাদের যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়ে সহযোগিতা দেয়ারও ঘোষণা দিয়েছেন, সেহেতু তার সে কথার সফল পরিণতি হওয়া চাই।

তিনি বলেন, জেলার যে প্রান্তের নেতাকর্মী হউন আপনারা সবাই রোহিঙ্গা শিবিরকেন্দ্রিক হয়ে জনপ্রতিনিধি, প্রশাসনকে সহযোগিতা দিয়ে সরকারের চ্যালেঞ্জকে সফল করতে হবে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন।