আকাশ জাতীয় ডেস্ক:
সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজবৃহস্পতিবার দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে (খালেদা) বিদেশে নিতেতার পরিবারের ইচ্ছার কথা জানিয়েছি। পরিবার চায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে।’
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করেনবিএনপিরমহাসচিব। বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল করোনায় মারা যাওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ১০টি পরিবারের মাঝে দলের পক্ষে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন।
আকাশ নিউজ ডেস্ক 



















