অাকাশ স্পোর্টস ডেস্ক:
শুধু ২২ গজে কি আর আটকে থাকে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট লড়াই! স্টিভেন স্মিথ একটা কথার গোলা ছুড়বেন, সেটার ঝাঁজালো উত্তর দেবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ শুরুর আগে ছড়িয়ে পড়বে উত্তাপ। চলবে মনস্তাত্ত্বিক লড়াই। এটিই ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথের চরিত্র। কিন্তু অনেকটা ধারার বিপরীতে গিয়ে এবারের ওয়ানডে সিরিজের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ ওড়াচ্ছেন শান্তির পতাকা। সিরিজজুড়ে ‘বন্ধুত্বের চেতনা’ বজায় থাকবে বলে আশা করছেন তিনি।
স্মিথের এই সুরে কথা বলার কারণ হতে পারে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে খেলে যাওয়া টেস্ট সিরিজ। চার টেস্টের সেই সিরিজের পরতে পরতে ছিল উত্তেজনা। ব্যাট-বলের লড়াইটা ছিল জমজমাট। গনগনে তাপ ছড়িয়েছিল কথার লড়াই। স্মিথ আম্পায়ারের একটি এলবিডব্লুর সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে গিয়ে তাকিয়েছিলেন ড্রেসিংরুমের দিকে। সেটি নিয়ে সে কী উত্তেজনা! স্মিথ পরে বলেছিলেন তাঁর ‘ব্রেন ফেড’ হয়ে গিয়েছিল।
শুধু ২২ গজে কি আর আটকে থাকে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট লড়াই! স্টিভেন স্মিথ একটা কথার গোলা ছুড়বেন, সেটার ঝাঁজালো উত্তর দেবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ শুরুর আগে ছড়িয়ে পড়বে উত্তাপ। চলবে মনস্তাত্ত্বিক লড়াই। এটিই ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথের চরিত্র। কিন্তু অনেকটা ধারার বিপরীতে গিয়ে এবারের ওয়ানডে সিরিজের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ ওড়াচ্ছেন শান্তির পতাকা। সিরিজজুড়ে ‘বন্ধুত্বের চেতনা’ বজায় থাকবে বলে আশা করছেন তিনি।
স্মিথের এই সুরে কথা বলার কারণ হতে পারে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে খেলে যাওয়া টেস্ট সিরিজ। চার টেস্টের সেই সিরিজের পরতে পরতে ছিল উত্তেজনা। ব্যাট-বলের লড়াইটা ছিল জমজমাট। গনগনে তাপ ছড়িয়েছিল কথার লড়াই। স্মিথ আম্পায়ারের একটি এলবিডব্লুর সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে গিয়ে তাকিয়েছিলেন ড্রেসিংরুমের দিকে। সেটি নিয়ে সে কী উত্তেজনা! স্মিথ পরে বলেছিলেন তাঁর ‘ব্রেন ফেড’ হয়ে গিয়েছিল।ভারত সফরে ৫০ ওভারের একমাত্র যে প্রস্তুতি ম্যাচটি তারা জিতেছে সেটিতেও দুই স্পিনার অ্যাস্টন অ্যাগার ৪টি ও অ্যাডাম জাম্পা ১টি উইকেট নিয়েছেন।
এএফপি।
আকাশ নিউজ ডেস্ক 
























