ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে: সালাহউদ্দিন সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব,আমি প্রতিজ্ঞাবদ্ধ: হাসনাত আবদুল্লাহ নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট : বিজিবি দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ চায় জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ। এটি নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অভ্যুত্থানের বিরুদ্ধে একটি নিরাপত্তা পরিষদের বৈঠকে নিন্দা প্রস্তাব এনেছিল জাতিসংঘ। তবে সেটি আটকে দিয়েছে চীন।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সাং সু চি ও প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। তারপরই এক বছরের জরুরি অবস্থা ঘোষণা ও ক্ষমতা দখল করে তারা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বলেন, এই অভ্যুত্থান ব্যর্থ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ তৈরির যথাসাধ্য চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি দেশটির নির্বাচন সাধারণভাবেই হয়েছিল। নির্বাচনের পর এই রূপান্তর অগ্রহণযোগ্য।

মিয়ানমারে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আশাবাদী আমি।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে একটি সম্ভাব্য বিবৃতি নিয়ে আলোচনা করছে। এই বিবৃতির প্রাথমিক খসড়া তৈরি করেছে ব্রিটেন। সেখানে অভ্যুত্থানের নিন্দা, সেনাবাহিনীকে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এই বিবৃতি প্রকাশ করতে হলে সদস্যদের একমত হতে হবে। কূটনীতিকরা বলছেন যে, নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাব ফের আটকে দিতে পারে মিয়ানমারের অন্যতম মিত্র চীন ও রাশিয়া। এটি পাস করাতে হলে বিবৃতির ভাষা আরও নরম করতে হবে।

গুতেরেস বলেন, অং সাং সু চিকে যদি আমরা কোনো কিছুর জন্য দোষারোপ করি তা হলো- তিনি সামরিক বাহিনীর খুব কাছের ছিলেন। সামরিক বাহিনীকে রক্ষা করেছিলেন। যা রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর নাটকীয় আক্রমণের সঙ্গে সম্পৃক্ত।

২০১৭ সালে রাখাইনে ভয়াবহ নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা। যারা এখনো শরণার্থী শিবিরে রয়েছে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এটিকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দিয়েছে।

গুতেরেস বলেন, অভ্যুত্থানের সময় সামরিক বাহিনীর দ্বারা আটককৃত সকলকে মুক্তি দিতে হবে এবং সাংবিধানিক আদেশ পুনরুদ্ধার করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝা উচিত যে এভাবে একটি দেশ শাসন করা যায় না এবং এটি এগিয়ে যাওয়ার উপায় নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘কুসুম’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ চায় জাতিসংঘ

আপডেট সময় ১২:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ। এটি নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অভ্যুত্থানের বিরুদ্ধে একটি নিরাপত্তা পরিষদের বৈঠকে নিন্দা প্রস্তাব এনেছিল জাতিসংঘ। তবে সেটি আটকে দিয়েছে চীন।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সাং সু চি ও প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। তারপরই এক বছরের জরুরি অবস্থা ঘোষণা ও ক্ষমতা দখল করে তারা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বলেন, এই অভ্যুত্থান ব্যর্থ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ তৈরির যথাসাধ্য চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি দেশটির নির্বাচন সাধারণভাবেই হয়েছিল। নির্বাচনের পর এই রূপান্তর অগ্রহণযোগ্য।

মিয়ানমারে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আশাবাদী আমি।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে একটি সম্ভাব্য বিবৃতি নিয়ে আলোচনা করছে। এই বিবৃতির প্রাথমিক খসড়া তৈরি করেছে ব্রিটেন। সেখানে অভ্যুত্থানের নিন্দা, সেনাবাহিনীকে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এই বিবৃতি প্রকাশ করতে হলে সদস্যদের একমত হতে হবে। কূটনীতিকরা বলছেন যে, নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাব ফের আটকে দিতে পারে মিয়ানমারের অন্যতম মিত্র চীন ও রাশিয়া। এটি পাস করাতে হলে বিবৃতির ভাষা আরও নরম করতে হবে।

গুতেরেস বলেন, অং সাং সু চিকে যদি আমরা কোনো কিছুর জন্য দোষারোপ করি তা হলো- তিনি সামরিক বাহিনীর খুব কাছের ছিলেন। সামরিক বাহিনীকে রক্ষা করেছিলেন। যা রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর নাটকীয় আক্রমণের সঙ্গে সম্পৃক্ত।

২০১৭ সালে রাখাইনে ভয়াবহ নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা। যারা এখনো শরণার্থী শিবিরে রয়েছে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এটিকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দিয়েছে।

গুতেরেস বলেন, অভ্যুত্থানের সময় সামরিক বাহিনীর দ্বারা আটককৃত সকলকে মুক্তি দিতে হবে এবং সাংবিধানিক আদেশ পুনরুদ্ধার করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝা উচিত যে এভাবে একটি দেশ শাসন করা যায় না এবং এটি এগিয়ে যাওয়ার উপায় নয়।