ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

আমি জাতির জনকের কন্যা, কিভাবে উন্নয়ন হয় জানি: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির জনকের কন্যা। আমি জানি কিভাবে উন্নয়ন করতে হয়। আমার কাছে দাবি করার প্রয়োজন নেই। আগামীতে রাজশাহী ও রাজশাহীর মানুষের সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা তা করে যাবো। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃষ্টি উপেক্ষা করে জনসভায় যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ করাসহ গত ৯ বছরে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৩৫ মিনিটে ভাষণ শুরু করে ৪টা ৫ মিনিটে শেষ করেন তিনি।

জনসভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাছিম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

এর আগে সকাল থেকেই পবার হরিয়ান মাঠে নামে ঢল নামে মানুষের। সকালে আবহাওয়া ভালো থাকলেও ১০টার পর থেকে কয়েকদফা ভারি বৃষ্টি হয়। তবে এ বৃষ্টি উপেক্ষা করে মানুষ দলে দলে গিয়ে জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর বিশাল এ জনসভায় যোগ দিতে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, ভটভটি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন ছাড়াও পায়ে হেটে দলে দলে জনসভাস্থলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

মিছিল নিয়ে হাজার হাজার মানুষ দুপুর ১২টার আগ থেকেই জনসভাস্থলে আসতে থাকেন। দুপুর একটার দিকে হরিয়ান চিনিকলের বিশাল মাঠের অনেকটা অংশ ভরে যায়। এ সময় স্লোগানে স্লোগানে মেতে উঠে হরিয়ান চিনিকল মাঠ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি জাতির জনকের কন্যা, কিভাবে উন্নয়ন হয় জানি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির জনকের কন্যা। আমি জানি কিভাবে উন্নয়ন করতে হয়। আমার কাছে দাবি করার প্রয়োজন নেই। আগামীতে রাজশাহী ও রাজশাহীর মানুষের সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা তা করে যাবো। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃষ্টি উপেক্ষা করে জনসভায় যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ করাসহ গত ৯ বছরে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৩৫ মিনিটে ভাষণ শুরু করে ৪টা ৫ মিনিটে শেষ করেন তিনি।

জনসভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাছিম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

এর আগে সকাল থেকেই পবার হরিয়ান মাঠে নামে ঢল নামে মানুষের। সকালে আবহাওয়া ভালো থাকলেও ১০টার পর থেকে কয়েকদফা ভারি বৃষ্টি হয়। তবে এ বৃষ্টি উপেক্ষা করে মানুষ দলে দলে গিয়ে জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর বিশাল এ জনসভায় যোগ দিতে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, ভটভটি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন ছাড়াও পায়ে হেটে দলে দলে জনসভাস্থলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

মিছিল নিয়ে হাজার হাজার মানুষ দুপুর ১২টার আগ থেকেই জনসভাস্থলে আসতে থাকেন। দুপুর একটার দিকে হরিয়ান চিনিকলের বিশাল মাঠের অনেকটা অংশ ভরে যায়। এ সময় স্লোগানে স্লোগানে মেতে উঠে হরিয়ান চিনিকল মাঠ।