ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

আশুগঞ্জে নববধূকে কুপিয়ে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ আটক ৫

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতু (৩০) নামে এক নববধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির আবু চান মিয়া ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল মিয়া (৩২) পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোট ভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনুর ও জুয়েল মিয়া। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল মিয়া প্রতিদিন ইয়াবা সেবন করতেন। এরই মধ্যে জুয়েল একটি ওয়ার্কশপ খুলে ব্যবসা পরিচালনা শুরু করেন।

ওয়ার্কশপে নতুন করে বিনিয়োগ করার জন্য দুই মাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন জুয়েল। তবে কোহিনুর টাকা দিতে অপারগতা জানান।

বুধবার সন্ধ্যায় কোহিনুর একই এলাকার বাবার বাড়িতে যান। তবে সেখানে তিনি কোনো সমস্যার কথা জানাননি।

দিবাগত গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বটি-দা ও জুয়েলের পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কোহিনুরের বাবা আবুল হোসেন জানান, বুধবার রাতেও মেয়ের সঙ্গে দেখা হয়। তবে তাকে কোনো সমস্যার কথা জানাননি কোহিনুর। তিনি তার মেয়ে কোহিনুর হত্যাকারীর বিচার চান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস বলেন, নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি-দা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের পাঁচজনকে আটক করা হয়েছে।

কোহিনুরের স্বামী জুয়েলকে আটকের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

আশুগঞ্জে নববধূকে কুপিয়ে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ আটক ৫

আপডেট সময় ০১:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতু (৩০) নামে এক নববধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির আবু চান মিয়া ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল মিয়া (৩২) পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোট ভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনুর ও জুয়েল মিয়া। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল মিয়া প্রতিদিন ইয়াবা সেবন করতেন। এরই মধ্যে জুয়েল একটি ওয়ার্কশপ খুলে ব্যবসা পরিচালনা শুরু করেন।

ওয়ার্কশপে নতুন করে বিনিয়োগ করার জন্য দুই মাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন জুয়েল। তবে কোহিনুর টাকা দিতে অপারগতা জানান।

বুধবার সন্ধ্যায় কোহিনুর একই এলাকার বাবার বাড়িতে যান। তবে সেখানে তিনি কোনো সমস্যার কথা জানাননি।

দিবাগত গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বটি-দা ও জুয়েলের পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কোহিনুরের বাবা আবুল হোসেন জানান, বুধবার রাতেও মেয়ের সঙ্গে দেখা হয়। তবে তাকে কোনো সমস্যার কথা জানাননি কোহিনুর। তিনি তার মেয়ে কোহিনুর হত্যাকারীর বিচার চান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস বলেন, নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি-দা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের পাঁচজনকে আটক করা হয়েছে।

কোহিনুরের স্বামী জুয়েলকে আটকের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।