ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

শুরু হলো দুই সিরিজের প্রস্তুতি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দেখতে দেখতে ফুরিয়ে গেল তিন সপ্তাহের ছুটি। আবারও একটি লম্বা মৌসুমের জন্য মাঠে নামতে হবে ক্রিকেটারদের। তার আগে ফিটনেস ঝালিয়ে নিতে হবে! সে লক্ষ্যে আজ থেকে মাঠে নেমে পড়লেন ক্রিকেটাররা।

আপাতত চিন্তায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ। দুই সিরিজের জন্য মিনহাজুল আবেদীনের নির্বাচক প্যানেল ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে এরই মধ্যে। জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের অধীনে আজ ক্যাম্প শুরু করেছেন ২২ ক্রিকেটার।

২২ জনের দলের রিপোর্টিং, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেন বসল ক্রিকেটারদের হাট। দেখা-সাক্ষাৎ, সৌজন্য বিনিময়ের পর হালকা ফিটনেস ট্রেনিং, জিম সেশন। পাশাপাশি টুকটাক গল্প, আড্ডা, খুনসুটি। জিম সেশন শেষে একাডেমি মাঠ থেকে সবাই দল বেঁধে গেলেন ইনডোরে। সেখানেই সবথেকে বড় ও ‘অপছন্দের পরীক্ষা’ বিপ টেস্ট দেন ক্রিকেটাররা।

২০ জুলাই পর্যন্ত এ ক্যাম্প ভিল্লাভারায়ানের অধীনে একটানা চলবে। ক্যাম্পের দ্বিতীয়ভাগে ২৭ জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল নিয়ে কাজ করবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুই সিরিজের জন্য গত ২২ জুন ২৯ জনের দল ঘোষণা করে বিসিবি। এর মধ্যে পাঁচ ক্রিকেটার এইচপি স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে ফিরে তারা যোগ দেবেন ক্যাম্পে। তামিম ইকবাল গেছেন ইংল্যান্ডে এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট খেলতে। এ ছাড়া রুবেল হোসেন ইনজুরির কারণে কিছুদিন পর ক্যাম্পে অংশ নেবেন।

ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

শুরু হলো দুই সিরিজের প্রস্তুতি

আপডেট সময় ০৭:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দেখতে দেখতে ফুরিয়ে গেল তিন সপ্তাহের ছুটি। আবারও একটি লম্বা মৌসুমের জন্য মাঠে নামতে হবে ক্রিকেটারদের। তার আগে ফিটনেস ঝালিয়ে নিতে হবে! সে লক্ষ্যে আজ থেকে মাঠে নেমে পড়লেন ক্রিকেটাররা।

আপাতত চিন্তায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ। দুই সিরিজের জন্য মিনহাজুল আবেদীনের নির্বাচক প্যানেল ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে এরই মধ্যে। জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের অধীনে আজ ক্যাম্প শুরু করেছেন ২২ ক্রিকেটার।

২২ জনের দলের রিপোর্টিং, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেন বসল ক্রিকেটারদের হাট। দেখা-সাক্ষাৎ, সৌজন্য বিনিময়ের পর হালকা ফিটনেস ট্রেনিং, জিম সেশন। পাশাপাশি টুকটাক গল্প, আড্ডা, খুনসুটি। জিম সেশন শেষে একাডেমি মাঠ থেকে সবাই দল বেঁধে গেলেন ইনডোরে। সেখানেই সবথেকে বড় ও ‘অপছন্দের পরীক্ষা’ বিপ টেস্ট দেন ক্রিকেটাররা।

২০ জুলাই পর্যন্ত এ ক্যাম্প ভিল্লাভারায়ানের অধীনে একটানা চলবে। ক্যাম্পের দ্বিতীয়ভাগে ২৭ জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল নিয়ে কাজ করবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুই সিরিজের জন্য গত ২২ জুন ২৯ জনের দল ঘোষণা করে বিসিবি। এর মধ্যে পাঁচ ক্রিকেটার এইচপি স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে ফিরে তারা যোগ দেবেন ক্যাম্পে। তামিম ইকবাল গেছেন ইংল্যান্ডে এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট খেলতে। এ ছাড়া রুবেল হোসেন ইনজুরির কারণে কিছুদিন পর ক্যাম্পে অংশ নেবেন।

ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।