ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার বাদ জুম্মা পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাসেম আব্বাস ও নুরে আলম প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.) সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এরই সঙ্গে এই আচরণের বিরুদ্ধে সব আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।

বক্তারা অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের সব পণ্য বর্জনের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আপডেট সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার বাদ জুম্মা পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাসেম আব্বাস ও নুরে আলম প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.) সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এরই সঙ্গে এই আচরণের বিরুদ্ধে সব আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।

বক্তারা অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের সব পণ্য বর্জনের দাবি জানান।