ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ফুপার যৌন নিপীড়নের শিকার পাঁচ বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের ঘোড়াঘাটে আপন ফুপার কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গত সোমবার দিবাগত রাতে শিশুর ফুপা আতোয়ার মিয়াকে (৩৫) আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত আতোয়ার মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভেলামারী কৌচা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের এক দম্পতির তৃতীয় কন্যাকে (৫) তার দাদা-দাদি লালন-পালন করছেন। শিশুটির বাবা মাদকাসক্ত হওয়ায় তার মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ২৩ অক্টোবর রাতে শিশুর ফুপা আতোয়ার মিয়া তাদের বাড়িতে বেড়াতে আসেন। রাতে শিশু কন্যা তার ফুফা আতোয়ার মিয়ার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরে গভীর রাতে ফুপা আতোয়ার তার যৌন লালসা মেটাতে শিশুকে বিবস্ত্র করে বিভিন্নভাবে যৌন নিপীড়ন চালায়। রাতেই শিশুটি কৌশলে ঘরের বাইরে গিয়ে তার দাদা-দাদিকে ঘটনাটি জানায়। পরে শনিবার সকালে মোবাইলে তার মাকে পুরো ঘটনাটি জানানো হয়। এরপর তার মা ঢাকা থেকে বাড়িতে এসে গত সোমবার দিবাগত রাতে ঘোড়াঘাট থানায় আতোয়ার মিয়াকে আসামি করে মামলা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিশু ও তার পরিবারের কাছে আমরা পুরো ঘটনা শুনেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ফুপার যৌন নিপীড়নের শিকার পাঁচ বছরের শিশু

আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের ঘোড়াঘাটে আপন ফুপার কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গত সোমবার দিবাগত রাতে শিশুর ফুপা আতোয়ার মিয়াকে (৩৫) আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত আতোয়ার মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভেলামারী কৌচা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের এক দম্পতির তৃতীয় কন্যাকে (৫) তার দাদা-দাদি লালন-পালন করছেন। শিশুটির বাবা মাদকাসক্ত হওয়ায় তার মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ২৩ অক্টোবর রাতে শিশুর ফুপা আতোয়ার মিয়া তাদের বাড়িতে বেড়াতে আসেন। রাতে শিশু কন্যা তার ফুফা আতোয়ার মিয়ার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরে গভীর রাতে ফুপা আতোয়ার তার যৌন লালসা মেটাতে শিশুকে বিবস্ত্র করে বিভিন্নভাবে যৌন নিপীড়ন চালায়। রাতেই শিশুটি কৌশলে ঘরের বাইরে গিয়ে তার দাদা-দাদিকে ঘটনাটি জানায়। পরে শনিবার সকালে মোবাইলে তার মাকে পুরো ঘটনাটি জানানো হয়। এরপর তার মা ঢাকা থেকে বাড়িতে এসে গত সোমবার দিবাগত রাতে ঘোড়াঘাট থানায় আতোয়ার মিয়াকে আসামি করে মামলা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিশু ও তার পরিবারের কাছে আমরা পুরো ঘটনা শুনেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত।