ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা।

তামিম ও ইমরুল কায়েস ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেন নি। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাসির হোসেনও।

বাংলাদেশে শেষ পাঁচ ব্যাটসম্যানের স্কোর সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫।

প্রথম উইকেটের পতন ১১ রানে, তারপর ৩৬ রানে দ্বিতীয় উইকেট, আর ৩৬-৪৩ এই ৮ রানের মধ্যে নেই আরও ৩ উইকেট। রীতিমতো উইকেট বিসর্জন দিয়ে এসেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। আর তাদের কাবু করেছেন অজি স্পিনার নাথান লায়ন। তিনি একাই ধস নামিয়েছে টপ অর্ডারে, নিয়েছেন ৩ উইকেট। ও’কিফ ও কামিন্স নিয়েছেন ১টি করে।

 ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অজিদের ৭২ রানের লিড থেকে এখনো ১৮ রান পিছিয়ে স্বাগতিকরা। উইকেটে আছেন মুশফিক ও সাব্বির।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেন মুস্তাফিজুর রহমান। ওভারে পঞ্চম বলে নাথান লায়নকে নিজের শিকারে পরিণত করেন কাটার মাস্টার। ফলে চতুর্থ দিনে কোনও রান যোগ না করেই ইনিংস শেষ হয়েছে সফরকারীদের।

গতকাল ৯ উইকেটে ৭২ রানের লিড নিয়ে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল স্মিথরা। সেখানেই থামল অজিদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৪টি, মিরাজ ৩টি এবং সাকিব, তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:

২৩ ওভারে ৫৪/৫ ( সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫; লায়ন ৩/১৫)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস:
৬৪ ওভারে ২২৫/২ (ওয়ার্নার ১২৩*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২*; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ১/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮)

বাংলাদেশ ১ম ইনিংস:
১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৪:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা।

তামিম ও ইমরুল কায়েস ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেন নি। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাসির হোসেনও।

বাংলাদেশে শেষ পাঁচ ব্যাটসম্যানের স্কোর সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫।

প্রথম উইকেটের পতন ১১ রানে, তারপর ৩৬ রানে দ্বিতীয় উইকেট, আর ৩৬-৪৩ এই ৮ রানের মধ্যে নেই আরও ৩ উইকেট। রীতিমতো উইকেট বিসর্জন দিয়ে এসেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। আর তাদের কাবু করেছেন অজি স্পিনার নাথান লায়ন। তিনি একাই ধস নামিয়েছে টপ অর্ডারে, নিয়েছেন ৩ উইকেট। ও’কিফ ও কামিন্স নিয়েছেন ১টি করে।

 ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অজিদের ৭২ রানের লিড থেকে এখনো ১৮ রান পিছিয়ে স্বাগতিকরা। উইকেটে আছেন মুশফিক ও সাব্বির।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেন মুস্তাফিজুর রহমান। ওভারে পঞ্চম বলে নাথান লায়নকে নিজের শিকারে পরিণত করেন কাটার মাস্টার। ফলে চতুর্থ দিনে কোনও রান যোগ না করেই ইনিংস শেষ হয়েছে সফরকারীদের।

গতকাল ৯ উইকেটে ৭২ রানের লিড নিয়ে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল স্মিথরা। সেখানেই থামল অজিদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৪টি, মিরাজ ৩টি এবং সাকিব, তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:

২৩ ওভারে ৫৪/৫ ( সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫; লায়ন ৩/১৫)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস:
৬৪ ওভারে ২২৫/২ (ওয়ার্নার ১২৩*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২*; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ১/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮)

বাংলাদেশ ১ম ইনিংস:
১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)