অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মিয়ানমারে সহিংসতায় গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের দুই দফায় উন্নত চিকিৎসার জন্য আনা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দফায় মংডুর আকিয়াবের নুরুল আমিনের ছেলে মো. শফি (২৫), নয়াপাড়ার আহমদ হোসেনের মেয়ে হাসিনা বেগম (১৮), নুরু মিয়ার ছেলে জাফর আলমকে (২৫) জরুরি বিভাগে আনা হয়। তাদের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় দফায় মংডুর হাইসুকার আবদুল জব্বারের ছেলে ওসামাকে (১৬) আনা হলে তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সম্প্রতি নতুন করে রাখাইন রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরুর পর চমেকে গুলিবিদ্ধ ও আগুনে পোড়া অর্ধশত রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার ডিজিটাল হাসপাতাল, কুতুপালং শরণার্থী ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রেও ভর্তি আছেন আগুনে পোড়া ও গুলিবিদ্ধ অনেক রোহিঙ্গা।
আকাশ নিউজ ডেস্ক 
























