আকাশ জাতীয় ডেস্ক:
ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন করোনায় আক্রান্ত এক বিদেশি নাগরিক। তিনি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী বলে জানা গেছে। তার নাম মিখাইল স্টেল মার্ক। তিনি বেলারুশের নাগরিক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘নিহতের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশ পেলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।’
পুলিশ জানায়, বিদেশি এই নাগরিক করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। কয়েকবার তার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবার করোনা পরীক্ষায় আলাদা আলাদা ফলাফল আসায় তিনি মানসিকভাবে ভেড়ে পড়েন। আজ ভোরে ওই হাসপাতালের ছয় তলার একটি টয়লেটের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে ওই বিদেশি নাগরিকের লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। দূতাবাসের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 




















