ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেঁটে যায়।

সরেজমিনে দেখা যায়, বিকেল চারটার পর থেকে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। সেখানে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের ২৯ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার চলছে। ওই প্রার্থীদের সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে মিছিল করছেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল পৌনে ছয়টায় এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়ার কার্যালয়ের সামনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা সেখানে থেমে থেমে মিছিল করছেন। আর কার্যালয়ের ভেতরে চলছে প্রার্থীদের সাক্ষাৎকার।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তেমন বড় কিছু হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

গুলশানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৮:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেঁটে যায়।

সরেজমিনে দেখা যায়, বিকেল চারটার পর থেকে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। সেখানে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের ২৯ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার চলছে। ওই প্রার্থীদের সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে মিছিল করছেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল পৌনে ছয়টায় এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়ার কার্যালয়ের সামনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা সেখানে থেমে থেমে মিছিল করছেন। আর কার্যালয়ের ভেতরে চলছে প্রার্থীদের সাক্ষাৎকার।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তেমন বড় কিছু হয়নি।