ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটক জঙ্গি সদস্যরা হলেন— মিরপুরের অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), পল্লবীর আল আমিন ওরফে তারিক (৩২), গাজীপুরের শিহাব উদ্দিন (২১) এবং জামালপুরের মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

জঙ্গি সদস্যদের হেফাজত থেকে ৫টি উগ্রবাদী বই, ৯টি পুস্তিকা, ৪টি লিফলেট, ১টি মোটরসাইকেল, ২টি এটিএম কার্ড, ৩টি ব্যাগ, ১টি পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ২৩৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ এর প্লট নম্বর-১, দক্ষিণ বিশিল মেইন রোডে হোটেল রয়াল (আবাসিক) এর সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ারকে আটক করা হয়।

এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মিরপুর-১ এর হজরত শাহ আলী (রা.) জেনারেল হাসপাতাল গলির একটি চায়ের দোকান থেকে সংগঠনের আরও ৩ সদস্যকে আটক করা হয়েছে।

তারা সংগঠনের গোপন মিটিংয়ে অংশ নিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল এলাকায় জমায়েত হয়েছিলেন। তাদের সঙ্গে জিহাদি বই ও উস্কানিমূলক লিফলেট ছিল বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আটক অমিত হোসাইন ও মানিকুজ্জামান ২০১৯ সালে সংগঠনটিতে যোগ দেন। আল আমিন ২০১৬ সালে এবং শিহাব উদ্দিন ২০১৭ সালে যোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, জঙ্গি শিহাব উদ্দিন জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে অস্ত্র কেনার পরিকল্পনা করছিলেন।

র‌্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, আমরা ধারণা করছি, শিহাব আনসার আল ইসলামের একজন আশকারি সদস্য। আসামিদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও উগ্রবাদী বই থেকে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে।

তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পূর্ব নির্ধারিত বিভিন্ন স্থানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করে আসছিলেন বলেও জানান আসামিরা। মূলত তারা সংগঠনের ফান্ড সংগ্রহের কাজ করছিলেন। তাদের সঙ্গে থাকা বাকি জঙ্গি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ডাস্ট অ্যালার্জি থেকে সুরক্ষা পেতে কিছু উপায়

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

আপডেট সময় ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটক জঙ্গি সদস্যরা হলেন— মিরপুরের অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), পল্লবীর আল আমিন ওরফে তারিক (৩২), গাজীপুরের শিহাব উদ্দিন (২১) এবং জামালপুরের মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

জঙ্গি সদস্যদের হেফাজত থেকে ৫টি উগ্রবাদী বই, ৯টি পুস্তিকা, ৪টি লিফলেট, ১টি মোটরসাইকেল, ২টি এটিএম কার্ড, ৩টি ব্যাগ, ১টি পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ২৩৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ এর প্লট নম্বর-১, দক্ষিণ বিশিল মেইন রোডে হোটেল রয়াল (আবাসিক) এর সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ারকে আটক করা হয়।

এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মিরপুর-১ এর হজরত শাহ আলী (রা.) জেনারেল হাসপাতাল গলির একটি চায়ের দোকান থেকে সংগঠনের আরও ৩ সদস্যকে আটক করা হয়েছে।

তারা সংগঠনের গোপন মিটিংয়ে অংশ নিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল এলাকায় জমায়েত হয়েছিলেন। তাদের সঙ্গে জিহাদি বই ও উস্কানিমূলক লিফলেট ছিল বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আটক অমিত হোসাইন ও মানিকুজ্জামান ২০১৯ সালে সংগঠনটিতে যোগ দেন। আল আমিন ২০১৬ সালে এবং শিহাব উদ্দিন ২০১৭ সালে যোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, জঙ্গি শিহাব উদ্দিন জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে অস্ত্র কেনার পরিকল্পনা করছিলেন।

র‌্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, আমরা ধারণা করছি, শিহাব আনসার আল ইসলামের একজন আশকারি সদস্য। আসামিদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও উগ্রবাদী বই থেকে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে।

তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পূর্ব নির্ধারিত বিভিন্ন স্থানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করে আসছিলেন বলেও জানান আসামিরা। মূলত তারা সংগঠনের ফান্ড সংগ্রহের কাজ করছিলেন। তাদের সঙ্গে থাকা বাকি জঙ্গি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।