আকাশ জাতীয় ডেস্ক:
চলতি বছরের প্রথম ৩ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর গ্রিন ফাইন্যান্স বা সবুজ অর্থায়নে বিনিয়োগ কমেছে। এ সময় ব্যাংকগুলো এ খাতে ২ হাজার ৮৩৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা আগের প্রান্তিকের চেয়ে ১৫ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, চলতি বছরের (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ব্যাংকগুলোর সবুজ অর্থায়নে বিনিয়োগ আগের প্রান্তিকের তুলনায় ১৫ দশমিক ১১ শতাংশ কম। সেপ্টেম্বর-ডিসেম্বর-২০১৯ প্রান্তিকে এ খাতে ব্যাংকগুলো ঋণ দিয়েছিল ৩ হাজার ৩৪২ কোটি টাকা।
এদিকে সবুজ অর্থায়নে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমলেও কিছুটা বেড়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ। মার্চ-২০২০ প্রান্তিকে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে ঋণ দিয়েছে ২১৪ কোটি টাকা, যা ডিসেম্বর-২০১৯ প্রান্তিকের চেয়ে ২৫ দশমিক ৬১ শতাংশ বেশি। ২০১৯ সালের ডিসেম্বর শেষে সবুজায়ন বিনিয়োগ ছিল ১৭০ কোটি টাকা।
২০১১ সাল থেকে পরিবেশবান্ধব সবুজ অর্থায়ন বাড়াতে গ্রিন ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন বলা হয়েছিল, মোট ঋণের ৫ শতাংশ সবুজায়নে বিতরণ করতে হবে। ২০১৬ সালে পুনরায় প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মোট ফান্ডেড ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বেশিরভাগ ব্যাংকই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
আলোচ্য সময়ে গ্রিন ব্যাংকিংয়ে অংশ নিয়েছে এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, দ্য এইচএসবিসি লিমিটেড, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মধুমতি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি।
আকাশ নিউজ ডেস্ক 

























