অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তালেবানদের লক্ষ্য করে আফগানিস্তানের সেন্ট্রাল লোগার প্রদেশে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। তালেবান জঙ্গিরা সেখানে আত্মগোপন করে ছিল। এ হামলায় আরো ১৬ জন আহত হয়েছেন।
সেন্ট্রাল লোগার প্রদেশের গর্ভনর হালিম ফিদায়ে জানান, হামলাটি হয় পীর-ই-আলমে। তালেবান জঙ্গিরা সেখানে বাসিন্দাদের বাড়িতে আত্মগোপন করে ছিল। জঙ্গিদের হত্যা করতে হামলা চালানো হয়।
জানা যায়, তালেবান জঙ্গিদের হত্যা করতে এ বিমান হামলা চালানো হয়। বিমান হামলায় ২ জন তালিবান জঙ্গিও নিহত হয়েছেন।
এর আগে গত সোমবার জেরখো প্রদেশে একই রকম হামলায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























